
নয়াদিল্লি, ২০ জানুয়ারি (হি.স.): জনগণের সেবাই বিজেপির সর্বোচ্চ অগ্রাধিকার, জোর দিয়ে বললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি বলেন, জনগণের সেবা করা সর্বদাই আমাদের সর্বোচ্চ অগ্রাধিকার। আমরা ক্ষমতাকে আনন্দের নয়, সেবার মাধ্যম করে তুলেছি এবং এই কারণেই বিজেপির প্রতি জনগণের আস্থা ক্রমশ বৃদ্ধি পেয়েছে। গত ১১ বছর ধরে, জনগণের আস্থা অর্জনের ক্ষেত্রে বিজেপির যাত্রা উল্লেখযোগ্য। গত ১১ বছরে, বিজেপি প্রথমবারের মতো হরিয়ানা, ওজন, ত্রিপুরা এবং ওড়িশায় নিজস্ব শক্তিতে সরকার গঠন করেছে। পশ্চিমবঙ্গ এবং তেলেঙ্গানায়, বিজেপি জনগণের একটি শক্তিশালী কণ্ঠস্বর হিসেবে আবির্ভূত হয়েছে।
মঙ্গলবার দিল্লিতে বিজেপির সদর দফতরে নিতিন নবীনকে সর্বভারতীয় সভাপতি হিসেবে ঘোষণার অনুষ্ঠানে প্রধানমন্ত্রী বলেন, এখন দেশ হয়তো মনেও করতে পারে না, ১৯৮৪ সালে কংগ্রেস ৪০০টিরও বেশি আসন জিতেছিল এবং দেশের প্রায় ৫০ শতাংশ ভোট পেয়েছিল, কিন্তু এখন কংগ্রেস ১০০টি আসনের জন্যও আকুল। কংগ্রেস কখনও নিজেদের পতন পর্যালোচনা করে না, কারণ যদি তারা তাদের পতনের কারণগুলি পর্যালোচনা করে অনুসন্ধান করে, তাহলে কংগ্রেসের নিয়ন্ত্রণ নেওয়া পরিবার সম্পর্কেই প্রশ্ন উঠবে। তাই, তারা অজুহাত খুঁজে বেড়াচ্ছে। এমনকি তারা নিজেদের পতনের আসল কারণ খুঁজে বের করার সাহসও হারিয়ে ফেলেছে।
---------------
হিন্দুস্থান সমাচার / সংবাদ