
নয়াদিল্লি, ২০ জানুয়ারি (হি.স.): পাঞ্জাব কেশরী সংবাদপত্রের ছাপাখানাগুলি চালু থাকবে, মঙ্গলবার দেশের সর্বোচ্চ আদালত এমনটাই জানিয়েছে। সংবাদপত্র বন্ধ করা যাবে না- এ কথা উল্লেখ করে সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণ, বিদ্যুৎ সরবরাহ বন্ধ করার সিদ্ধান্ত সত্ত্বেও এই দৈনিকের ছাপাখানাগুলি নিরবচ্ছিন্নভাবে কাজ চালিয়ে যাবে। মঙ্গলবার পাঞ্জাব সরকার এবং তার দূষণ নিয়ন্ত্রণ পর্ষদকে রাজ্যে পাঞ্জাব কেশরী সংবাদপত্রের প্রকাশনার বিরুদ্ধে কোনও জবরদস্তিমূলক পদক্ষেপ না করার নির্দেশ দিয়েছে শীর্ষ আদালত। বিচারপতিদের বেঞ্চ জানিয়েছে যে, পাঞ্জাব রাজ্য সরকারের পদক্ষেপকে চ্যালেঞ্জ করে ওই সংবাদপত্র গোষ্ঠীর দায়ের করা একটি আবেদনের উপরে পাঞ্জাব ও হরিয়ানা হাই কোর্টের রায় ঘোষণার পরেও তাদের অন্তর্বর্তীকালীন আদেশ এক সপ্তাহের জন্য কার্যকর থাকবে।
হিন্দুস্থান সমাচার / সৌম্যজিৎ