
বাগপত, ২০ জানুয়ারি (হি.স.): উত্তর প্রদেশের বাগপত জেলায় মঙ্গলবার ঘন কুয়াশার জেরে ভয়াবহ পথ দুর্ঘটনা। দিল্লি অক্ষরধাম-বাগপতগামী জাতীয় সড়কে একের পর এক ১৪টি গাড়ি পরস্পরের সঙ্গে ধাক্কা খায়। দুর্ঘটনায় ২৪ জনের বেশি মানুষ আহত হয়েছেন, যাদের মধ্যে কয়েকজনের অবস্থা গুরুতর।
খেকরা এলাকার হাসানপুর মুসৌরি মাভি কালা গ্রামের কাছে ঘন কুয়াশায় দৃশ্যমানতা প্রায় শূন্যে নেমে আসে। তার জেরেই একের পর এক গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে পরস্পরের সঙ্গে ধাক্কা খায়। দুর্ঘটনায় গাড়ি, পিকআপ ভ্যান ও অন্যান্য যানবাহন মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়।
খবর পেয়ে খেকরা ও বাগপত থানার পুলিশ, উদ্ধারকারী দল ও অ্যাম্বুলেন্স দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকাজ শুরু করে। আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। এক পুলিশ আধিকারিক জানান, দ্রুত উদ্ধারকাজ চালিয়ে আহতদের চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে এবং দুর্ঘটনাগ্রস্ত যানবাহন সরিয়ে জাতীয় সড়ক স্বাভাবিক করা হয়েছে।
---------------
হিন্দুস্থান সমাচার / সৌমি বৈদ্য