মরিগাঁও পুলিশের জালে তিন সাইবার অপরাধী
মরিগাঁও (অসম), ৪ জানুয়ারি (হি.স.) : মরিগাঁওয়ে সাইবার অপরাধীদের ঘাঁটিতে বড়সড় আঘাত হেনেছে পুলিশ ইংরেজি নববর্ষের শুরুতে মরিগাঁও জেলার অন্তর্গত মৈরাবাড়িতে রাতভর অভিযান চালিয়ে কুখ্যাত তিন সাইবার অপরাধীকে গ্রেফতার করা হয়েছে। মরিগাঁও পুলিশের অপরাধ
ধৃত তিন সাইবার অপরাধী যথাক্রমে মুক্তার হুসেইন, মোস্তাক আহমেদ এবং বাহারুল ইসলাম


মরিগাঁও (অসম), ৪ জানুয়ারি (হি.স.) : মরিগাঁওয়ে সাইবার অপরাধীদের ঘাঁটিতে বড়সড় আঘাত হেনেছে পুলিশ ইংরেজি নববর্ষের শুরুতে মরিগাঁও জেলার অন্তর্গত মৈরাবাড়িতে রাতভর অভিযান চালিয়ে কুখ্যাত তিন সাইবার অপরাধীকে গ্রেফতার করা হয়েছে।

মরিগাঁও পুলিশের অপরাধ শাখার অতিরিক্ত পুলিশ সুপার সমীরণ বৈশ্যের নেতৃত্বে পরিচালিত অভিযানে ধৃত তিন সাইবার অপরাধী যথাক্রমে মুক্তার হুসেইন (৩৩), মোস্তাক আহমেদ (৩২) এবং বাহারুল ইসলাম (৪৯)।

দীর্ঘদিন ধরে বিভিন্ন স্থানে আত্মগোপন করেছিল এই সাইবার অপরাধীরা। মৈরাবাড়ি থানায় ভারতীয় ন্যায় সংহিতা ২০২৩-এর ৬১(২) / ৩১৯(২) / ৩১৮(৪) / ৩৩৮ / ৩৩৬(৩) / ৩৪০(২) / ৩(৫) এবং আইটি আইনের ৬৬(সি) / ৬৬(ডি) ধারায় ১৭৮/২৪ নম্বরে মামলা রুজু করে এই তিন কুখ্যাত সাইবার অপরাধীকে গ্রেফতার করা হয়েছে।

জেলা পুলিশ সূত্ৰে জানা গেছে, গ্রেফতারকৃত তিন সাইবার অপরাধীদের প্রতারণার জালে পড়ে ইতিমধ্যেই বেশ কয়েকজন সর্বস্বান্ত হয়েছেন।

হিন্দুস্থান সমাচার / সমীপ কুমার দাস




 

 rajesh pande