
জলপাইগুড়ি, ৫ জানুয়ারি (হি.স.): দার্জিলিঙের গ্লেনারিজের পানশালায় গানবাজনা বন্ধ রাখতে নির্দেশ দিল হাই কোর্ট। সোমবার কলকাতা হাই কোর্টের জলপাইগুড়ি সার্কিট বেঞ্চের বিচারপতি শম্পা সরকার আপাতত গ্লেনারিজের পানশালায় গানবাজনা সহ 'লাইভ' অনুষ্ঠান বন্ধ রাখতে নির্দেশ দিয়েছে। তবে আগামী দশ দিন গ্লেনারিজ কর্তৃপক্ষ আপাতত পানশালায় ভারতে তৈরি বিদেশি মদ পরিবেশন করতে পারবেন। তবে দশ দিনের মধ্যে উপযুক্ত সব নথি দিয়ে আবগারি দফতর তথা উপযুক্ত কর্তৃপক্ষের কাছে আবেদন করতে হবে কর্তৃপক্ষকে, নির্দেশ বিচারপতির।
উল্লেখ্য, অনিয়মের অভিযোগে ডিসেম্বর মাসের শুরুতেই গ্লেনারিজের পানশালা নোটিশ দিয়ে বন্ধ করে দেয় আবগারি কর্তৃপক্ষ। এরপর গত ২৪ ডিসেম্বর সার্কিট বেঞ্চের বিচারপতি অমৃতা সিনহা বড়দিন সহ উৎসবের মরসুমে গ্লেনারিজ পানশালা খোলা রাখার অনুমতি দেন। সোমবার মামলাটির ফের শুনানি ছিল সার্কিট বেঞ্চে।
হিন্দুস্থান সমাচার / সৌম্যজিৎ