
জিরিঘাট (মণিপুর), ৬ জানুয়ারি (হি.স.) : মণিপুরে বিপুল পরিমাণের মাদক ইয়াবা ট্যাবলেট সহ এক মহিলাকে গ্রেফতার করেছে পুলিশ।
আজ মঙ্গলবার পুলিশের জনৈক মুখপাত্র জানান, নির্ভরযোগ্য সূত্রে প্ৰাপ্ত তথ্যের ভিত্তিতে জিরিঘাটে পিএইচই রোড এলাকায় পুলিশ ও নিরাপত্তা বাহিনীর যৌথ অভিযানে মাদক ইয়াবা ট্যাবলেট সহ এক মহিলা ধরা পড়েছে। মহিলার হেফাজত থেকে মোট ২,১৫৫.২ কিলোগ্রাম সন্দেহভাজন ইয়াবা ট্যাবলেট বাজেয়াপ্ত করা হয়েছে।
মাদক পাচারের অভিযোগে গ্রেফতারকৃত মহিলাকে তামেংলং জেলার ওইনামলঙের বাসিন্দা প্রয়াত গেনিংথাইয়ের স্ত্ৰী রাহেনলিউ বলে পরিচয় পাওয়া গেছে।
পুলিশের মুখপাত্র জানিয়েছেন, ধৃত মহিলার বিরুদ্ধে নারকোটিক ড্রাগস অ্যান্ড সাইকোট্রপিক সাবস্ট্যান্সেস (এনডিপিএস) আইন-এর সুনির্দিষ্ট ধারায় মামলা রুজু করে পরবর্তী আইনি প্রক্রিয়া শুরু করা হয়েছে।
হিন্দুস্থান সমাচার / সমীপ কুমার দাস