
কলকাতা, ৫ জানুয়ারি (হি.স.) : সোমবার সপ্তাহের প্রথম কর্মব্যস্ত দিনেই মেট্রো পরিষেবা ব্যাহত। একটি ফাঁকা রেকের যান্ত্রিক ত্রুটির কারণে টালিগঞ্জ থেকে শহিদ ক্ষুদিরামের মধ্যে মেট্রো চলাচল বেশ কিছুক্ষণ ব্যাহত হয়। পরে তড়িঘড়ি মেট্রো কর্মীদের তৎপরতায় ফের পরিষেবা স্বাভাবিক হয়েছে বলে খবর মেট্রো সূত্রে। তবে এদিন ভোগান্তির শিকার হন বহু যাত্রী।
মেট্রো সূত্রে খবর, সোমবার সকালে সাড়ে সাতটা নাগাদ কবি সুভাষ থেকে একটি ফাঁকা রেক ঘুরিয়ে আনার সময়ে তা হঠাৎ খারাপ হয়ে যাওয়াতেই বিপত্তি। এর জেরে শহিদ ক্ষুদিরাম থেকে দক্ষিণেশ্বরের দিকে আসার মেট্রো পরিষেবা ব্যাহত হয়। সে সময়ে আপ ও ডাউন লাইনে দক্ষিণেশ্বর থেকে টালিগঞ্জ, ভাঙা রুটে মেট্রো পরিষেবা চালু ছিল। যদিও সোমবার সাত সকালে মেট্রো ধরতে এসে ভোগান্তিতে পড়েন অনেক যাত্রী। দক্ষিণের সঙ্গে উত্তরের যোগাযোগ ছিন্ন হয়ে যায়। বিশেষত শহিদ ক্ষুদিরাম থেকে মেট্রো ধরতে আসা যাত্রীরা উগরে দেন ক্ষোভ।
মেট্রো কর্তৃপক্ষ জানায়, লাইনে রেকটি খারাপ হয়ে যাওয়ায় পিছনের রেকগুলি আটকে পড়ে। তৎপরতার সঙ্গে খারাপ রেকটিকে সরিয়ে ১ ঘণ্টা ১০ মিনিটের মাথায় ফের পরিষেবা চালু করা হয়। মেট্রো সূত্রে খবর, যান্ত্রিক ত্রুটি সারিয়ে ফের সকাল ৮.৩৯ মিনিটে দক্ষিণেশ্বর থেকে শহিদ ক্ষুদিরাম আপ ও ডাউন লাইনে মেট্রো চলাচল শুরু হয়।
হিন্দুস্থান সমাচার / সোনালি