এসআইআর শুনানির নোটিশ তৃণমূলের তারকা সাংসদ দেবকে
কলকাতা, ৫ জানুয়ারি (হি.স.) : তৃণমূল কংগ্রেসের সাংসদ এবং অভিনেতা দেবকে বিশেষ নিবিড় পর্যালোচনা (এসআইআর) শুনানির জন্য নোটিশ পাঠানো হয়েছে। স্থানীয় কাউন্সিলর মৌসুমী দাস সাংসদ এবং তাঁর পরিবারের ৩ সদস্যকে এসআইআরের শুনানিতে ডাক পাওয়ার বিষয়টি নিশ্চিত কর
এসআইআর শুনানির নোটিশ তৃণমূলের তারকা সাংসদ দেবকে


কলকাতা, ৫ জানুয়ারি (হি.স.) : তৃণমূল কংগ্রেসের সাংসদ এবং অভিনেতা দেবকে বিশেষ নিবিড় পর্যালোচনা (এসআইআর) শুনানির জন্য নোটিশ পাঠানো হয়েছে। স্থানীয় কাউন্সিলর মৌসুমী দাস সাংসদ এবং তাঁর পরিবারের ৩ সদস্যকে এসআইআরের শুনানিতে ডাক পাওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।

দেবের পাশাপাশি পরিবারের আরও তিন সদস্যকেও শুনানির জন্য তলব করা হয়েছে। জানা গেছে, নোটিশটি তাঁর বাসভবনে পৌঁছে দেওয়া হয়েছে। নির্ধারিত তারিখে দেব এবং তাঁর পরিবার শুনানিতে উপস্থিত হবেন কিনা তা এখনও জানা যায়নি।

নির্বাচন কমিশনের আধিকারিকদের মতে, ভোটার ফর্মের নীচের অংশ, যেখানে ২০০২ সালের লিঙ্ক সম্পর্কিত তথ্য পূরণ করার কথা ছিল, তা পূরণ করা হয়নি। এই কারণেই নোটিশ জারি করা হয়েছে। একই কারণে একই বাসভবনের আরও বেশ কয়েকজনকে এসআইআর শুনানির জন্য তলব করা হয়েছে বলে জানা গেছে।

এদিকে, সোমবার ক্রিকেটার মোহাম্মদ শামিকেও এসআইআর শুনানিতে তলব করা হয়েছিল। তবে, একটি ম্যাচের জন্য তিনি উপস্থিত থাকতে পারেননি। এদিকে, অভিনেতা কৌশিক বন্দ্যোপাধ্যায় এবং লাবণী সরকার শুনানিতে উপস্থিত ছিলেন। এদিন সকালে সেখান থেকে লাবণী সরকার বেরিয়ে বলেন, ‘এ তো সরকারের কাজ। আমাদের কোনও প্রশ্নও নেই, উত্তরও নেই। তবে আমরা এসেছিলাম। শুধু দুটো পেপারে ওঁরা আমাদের সই করিয়েছেন। আগের সইয়ের সঙ্গে মিলিয়ে দেখে ছেড়ে দিয়েছেন।’

হিন্দুস্থান সমাচার / সোনালি




 

 rajesh pande