শুরুর ধাক্কা সামলে রুট-ব্রুক জুটি ইংল্যান্ডকে এগিয়ে নিয়ে যাচ্ছে
সিডনি, ৪ জানুয়ারি(হি.স.): অ্যাশেজের শেষ টেস্টের প্রথম দিনে বৃষ্টি ও আলোকস্বল্পতা মিলিয়ে খেলা হয়েছে মাত্র ৪৫ ওভার। ইংল্যান্ড রান তুলেছে ৩ উইকেটে ২১১। ১০৩ বলে ৭২ রানে অপরাজিত আছেন রুট, ৯২ বলে ৭৮ রানে ব্রুক। দুজনের অবিচ্ছিন্ন জুটিতে এসেছে ১৫৪ রান।
শুরুর ধাক্কা সামলে রুট-ব্রুক জুটি ইংল্যান্ডকে এগিয়ে নিয়ে যাচ্ছে


সিডনি, ৪ জানুয়ারি(হি.স.): অ্যাশেজের শেষ টেস্টের প্রথম দিনে বৃষ্টি ও আলোকস্বল্পতা মিলিয়ে খেলা হয়েছে মাত্র ৪৫ ওভার। ইংল্যান্ড রান তুলেছে ৩ উইকেটে ২১১।

১০৩ বলে ৭২ রানে অপরাজিত আছেন রুট, ৯২ বলে ৭৮ রানে ব্রুক।

দুজনের অবিচ্ছিন্ন জুটিতে এসেছে ১৫৪ রান। ব্যাটসম্যানদের দুঃস্বপ্নের সিরিজে দুই দল মিলিয়েই দ্বিতীয় সর্বোচ্চ জুটি এটি।

মেলবোর্নে দুই দিনে শেষ হওয়া টেস্টের উইকেট নিয়ে অনেক সমালোচনার পর সিডনি উইকেট নিয়ে কৌতূহল ছিল। তবে সিডনির ২২ গজে ঘাস থাকায় মেলবোর্নের মতো এই পিচ ব্যাটসম্যানদের জন্য বিভীষিকা নয়।

টসজয়ী ইংল্যান্ডের শুরুটা বেশিক্ষণ দীর্ঘায়িত হয়নি। ৫ বাউন্ডারির পর বেন ডাকেট বিদায় নেন ২৪ বলে ২৭ রান করে। আরও একবার অস্ট্রেলিয়াকে প্রথম ব্রেক থ্রু এনে দেন মিচেল স্টার্ক।

একটু পর জ্যাক ক্রলিকে (১৬) ফেরান মাইকেল নিসার। পরের ওভারে স্কট বোল্যান্ড যখন বিদায় করলেন জেকব বেথেলকে (১০), ইংল্যান্ডের রান তখন ৩ উইকেটে ৫৭।

আর এখান থেকে রুট ও ব্রুকের জুটি ঘুরে দাঁড়িয়ে

দলকে এগিয়ে নিয়ে যাচ্ছে ।

তিন বিশেষজ্ঞ পেসারের সঙ্গে দুই পেস বোলিং অলরাউন্ডার নিয়ে গড়া অস্ট্রেলিয়ার পেস আক্রমণ খুব একটা বিপাকে ফেলতে পারেনি ইংল্যান্ডের দুই ব্যাটসম্যানকে।

---------------

হিন্দুস্থান সমাচার / শান্তি রায়চৌধুরি




 

 rajesh pande