সেরি আ: ৩ লাল কার্ডের ম্যাচে নাপোলির জয়
নাপোলি, ৫ জানুয়ারি (হি.স.) : সেরি আ-তে রবিবার রাতে লাৎসিওকে তাদের মাঠেই ২-০ গোলে হারিয়েছে আন্তোনিও কন্তের দল নাপোলি। গোটা ম্যাচে লাল কার্ড দেখলেন তিন খেলোয়াড়। উত্তেজনাপূর্ণ এই ম্যাচ জিতে এসি মিলানের সঙ্গে ব্যবধান কমাল নাপোলি। ত্রয়োদশ মিনিটে লিওন
সেরি আ: ৩ লাল কার্ডের ম্যাচে নাপোলির জয়


নাপোলি, ৫ জানুয়ারি (হি.স.) : সেরি আ-তে রবিবার রাতে লাৎসিওকে তাদের মাঠেই ২-০ গোলে হারিয়েছে আন্তোনিও কন্তের দল নাপোলি।

গোটা ম্যাচে লাল কার্ড দেখলেন তিন খেলোয়াড়। উত্তেজনাপূর্ণ এই ম্যাচ জিতে এসি মিলানের সঙ্গে ব্যবধান কমাল নাপোলি।

ত্রয়োদশ মিনিটে লিওনার্দো স্পিনাস্সোলার গোলে এগিয়ে যায় নাপোলি। দ্বিতীয় গোলটি হয় ৩২ মিনিটে, ব্যবধান দ্বিগুণ করেন আমির রহমানি।

এই জয়ে শীর্ষে থাকা মিলানের সঙ্গে ব্যবধান এক পয়েন্টে কমাল নাপোলি। ১৭ ম্যাচে ১২ জয় ও এক ড্রয়ে শিরোপাধারীদের ৩৭ পয়েন্ট। সমান ম্যাচে মিলানের পয়েন্ট ৩৮।

১৬ ম্যাচে ৩৬ পয়েন্ট নিয়ে তিন নম্বরে আছে ইন্টার মিলান।

হিন্দুস্থান সমাচার / শান্তি রায়চৌধুরি




 

 rajesh pande