সিডনি টেস্টের তৃতীয় দিনের শেষে ১৩৪ রানে এগিয়ে অস্ট্রেলিয়া
সিডনি, ৬ জানুয়ারি (হি.স.): সিডনিতে পঞ্চম ও শেষ টেস্টের তৃতীয় দিনের শেষে স্বাগতিকদের রান ৭ উইকেটে ৫১৮। ইংল্যান্ড প্রথম ইনিংসে করেছিল ৩৮৪ রান। অর্থাৎ ইংল্যান্ডের চেয়ে ১৩৪ রানে এগিয়ে থেকে মঙ্গলবারের খেলা শেষ করে অষ্ট্রেলিয়া। হেডের ১৬৩ ও স্মিথের ১২৯*
সিডনি টেস্টের তৃতীয় দিন শেষে ১৩৪ রানে এগিয়ে অস্ট্রেলিয়া


সিডনি, ৬ জানুয়ারি (হি.স.): সিডনিতে পঞ্চম ও শেষ টেস্টের তৃতীয় দিনের শেষে স্বাগতিকদের রান ৭ উইকেটে ৫১৮। ইংল্যান্ড প্রথম ইনিংসে করেছিল ৩৮৪ রান। অর্থাৎ ইংল্যান্ডের চেয়ে ১৩৪ রানে এগিয়ে থেকে মঙ্গলবারের খেলা শেষ করে অষ্ট্রেলিয়া।

হেডের ১৬৩ ও স্মিথের ১২৯* রানে পাঁচশ ছাড়িয়ে অস্ট্রেলিয়া। কেরিয়ারের ৩৭তম টেস্ট সেঞ্চুরিতে ১২৯ রান নিয়ে অপরাজিত আছেন স্মিথ। ক্রিজে তাঁর সঙ্গী বাউ ওয়েবস্টার অপেক্ষায় পঞ্চম টেস্ট ফিফটির। ৪টি চারে ৪২ রানে খেলছেন তিনি।

সংক্ষিপ্ত স্কোর:

ইংল্যান্ড প্রথম ইনিংস: ৩৮৪।

অস্ট্রেলিয়া প্রথম ইনিংস: ৫১৮/৭ (হেড ১৬৩, স্মিথ ১২৯*, গ্রিন ৩৭, ওয়েবস্টার ৪২*,কার্স ৩/১০৮, স্টোকস ২/৮৭, টাং ১/৮৯, বেথেল ১/৫০)।

---------------

হিন্দুস্থান সমাচার / শান্তি রায়চৌধুরি




 

 rajesh pande