১৭-১৮ জানুয়ারি পাথারকান্দিতে সীমান্ত চেতনা মঞ্চের ক্রীড়া মহোৎসবের বাছাই পর্ব
শ্রীভুমি (অসম), ৭ জানুয়ারি (হি.স.) : সীমান্ত চেতনা মঞ্চ পূৰ্বোত্তরের অধীন দক্ষিণ শ্ৰীভূমি জেলার চূড়ান্ত পর্বের ক্রীড়া প্রতিযোগিতা এবার অনুষ্ঠিত হবে পাথারকান্দি ব্লক সংলগ্ন আঞ্চলিক পঞ্চায়েত খেলার মাঠে। সীমান্ত ক্রীড়া মহোৎসবের অভ্যর্থনা সমিতি দক্ষি
১৭-১৮ জানুয়ারি পাথারকান্দিতে সীমান্ত চেতনা মঞ্চের ক্রীড়া মহোৎসবের বাছাই পর্ব


শ্রীভুমি (অসম), ৭ জানুয়ারি (হি.স.) : সীমান্ত চেতনা মঞ্চ পূৰ্বোত্তরের অধীন দক্ষিণ শ্ৰীভূমি জেলার চূড়ান্ত পর্বের ক্রীড়া প্রতিযোগিতা এবার অনুষ্ঠিত হবে পাথারকান্দি ব্লক সংলগ্ন আঞ্চলিক পঞ্চায়েত খেলার মাঠে।

সীমান্ত ক্রীড়া মহোৎসবের অভ্যর্থনা সমিতি দক্ষিণ শ্ৰীভূমি জেলার ব্যবস্থাপনায় আগামী ১৭ এবং ১৮ জানুয়ারি দুদিন ব্যাপী এই ক্রীড়া মহোৎসবে থাকবে ছেলে ও মেয়েদের দৌড়, লং জাম্প, হাই জাম্প, শট পুট, জেবলিন থ্রো, ডিসকাস থ্রো, ট্ৰিপল জ্যাম্প সহ রিলে রেইস।

ক্রীড়া প্রতিযোগিতায় অংশগ্রহণের জন্য সাব-জুনিয়র বিভাগে খেলোয়াড়দের বয়স ১৪ থেকে ১৭ বছর এবং জুনিয়র বিভাগে বয়স হতে হবে ১৭ থেকে ২০ বছরের মধ্যে।

অংশগ্রহণের জন্য ইচ্ছুক খেলোয়াড়দের বসবাস আন্তঃরাষ্ট্রের সীমান্তের শূন্য থেকে ২০ কিলোমিটারের মধ্যে হতে হবে। এতে যারা অংশগ্রহণ করতে ইচ্ছুক তারা আগামী ১০ জানুয়ারির মধ্যে নির্ধারিত ফরম পূরণ করে সীমান্ত চেতনা মঞ্চ দক্ষিণ শ্রীভূমি জেলার অফিসে (পাথারকান্দি চক্রবর্তী এজেন্সির ওপর তলায়) জমা দিতে হবে। প্রয়োজনে ৯৭০৭৪২৫০৯২ এবং ৭৬৩৮৮৪২৫৮২ মোবাইল নম্বরে যোগাযোগ করা যাবে।

জানা গেছে, দক্ষিণ শ্রীভূমি জেলা পর্যায়ের বাছাই পর্বে উত্তীর্ণ খেলোয়াড়দের আগামী ২০, ২১ এবং ২২ মার্চ গুয়াহাটির সরুসজাই স্টেডিয়ামে রাজ্য পর্যায়ে খেলার সুযোগ দেওয়া হবে। পরবর্তীতে জাতীয় পর্যায়ে খেলার সুযোগ পাবেন বলে জানিয়েছেন সীমান্ত চেতনা মঞ্চ পূৰ্বোত্তরের অধীন দক্ষিণ শ্ৰীভূমি জেলার কর্মকর্তারা।

হিন্দুস্থান সমাচার / মনোজিৎ দাস




 

 rajesh pande