
সিডনি, ৭ জানুয়ারি (হি.স.) : বেথেলের চমৎকার শতকের পরও বিপদে ইংল্যান্ড। দ্বিতীয় ইনিংসে ৮ উইকেটে ৩০২ রান করে চতুর্থ দিন শেষ করেছে তারা। লিড পেয়েছে ১১৯ রানের, হাতে আছে কেবল ২ উইকেট।
৭ উইকেটে ৫১৮ রান নিয়ে বুধবার দিন শুরু করা অস্ট্রেলিয়ার প্রথম ইনিংস থামে ৫৬৭ রানে। ১৩৮ রান করেন স্মিথ আর ৭১ রান করে অপরাজিত থাকেন ওয়েবস্টার।
ইংল্যান্ডের পক্ষে টাং ও কার্স ৩টি করে উইকেট শিকার করেছেন। অধিনায়ক বেন স্টোকসের ঝুলিতে গেছে ২ উইকেট, ১টি করে উইকেট নিয়েছেন উইল জ্যাকস ও বেথেল।
দিন শেষে ২২ বছর বয়সী বেথেলের কেরিয়ারের প্রথম সেঞ্চুরিতে সিডনি টেস্টে টিকে আছে ইংল্যান্ড। এসসিজিতে আজ পুরো দিনটাই একাকী লড়াই করে দিন শেষে তিনি ১৪২ রানে অপরাজিত।
পঞ্চম দিনে কোনও অলৌকিক ঘটনা ছাড়া এই ম্যাচে ইংল্যান্ডকে বাঁচানো তার জন্য প্রায় অসম্ভব।
এদিন ইংল্যান্ডের আর কোনও ব্যাটারই ৫০ ছুঁতে পারেননি।
অস্ট্রেলিয়ার পক্ষে সফলতম বোলার ওয়েবস্টার। ১৩ ওভারে ৫১ রান দিয়ে ৩ উইকেট শিকার করেছেন তিনি।
এছাড়া স্কট বোল্যান্ড ২টি, মাইকেল নেসার ও মিচেল স্টার্ক ১টি করে উইকেট শিকার করেছেন।
---------------
হিন্দুস্থান সমাচার / শান্তি রায়চৌধুরি