
বেনোনি (দ:আ:), ৭ জানুয়ারি (হি.স.) :বুধবার বেনোনিতে ভারত অনূর্ধ্ব-১৯ এবং দক্ষিণ আফ্রিকা অনূর্ধ্ব-১৯ এর মধ্যে তৃতীয় একদিনের ম্যাচে ৬৩ বলে সেঞ্চুরি করে বৈভব সূর্যবংশী বয়সভিত্তিক ক্রিকেটে তার ধ্বংসাত্মক পারফর্মেন্স অব্যাহত রেখেছেন। যুব একদিনের আন্তর্জাতিকে এটি সূর্যবংশীর তৃতীয় শতক।
এই ইনিংসের মাধ্যমে, ১৪ বছর বয়সী এই খেলোয়াড় যুব ওয়ানডেতে সেঞ্চুরি করা সর্বকনিষ্ঠ অনূর্ধ্ব-১৯ অধিনায়ক হয়ে ওঠেন।
ভারতীয় দলের নেতৃত্বদানকারী সূর্যবংশী ৭৪ বলে ১২৭ রান করে আউট হন।
ভারতকে প্রথমে ব্যাট করতে নামার পর সূর্যবংশী তার সঙ্গী অ্যারন জর্জের সঙ্গে উদ্বোধনী উইকেটে ২২৭ রান যোগ করেন।
দ্বিতীয় খেলায়, বাঁ-হাতি এই ব্যাটসম্যান ২৪ বলে ৬৮ (১x৪, ১০x৬) রান করেন, মাত্র ১৫ বলে তার পঞ্চাশ রানের মাইলফলক স্পর্শ করেন - যা যুব ওয়ানডেতে দ্রুততম। তিনি এই ফর্ম্যাটে দ্রুততম শতকের মালিকও।
ভারত অনূর্ধ্ব-১৯ দল ইতিমধ্যেই তিন ম্যাচের সিরিজ ২-০ ব্যবধানে জিতে নিয়েছে এবং এই মাসের শেষের দিকে অনুর্ধ্ব-১৯ বিশ্বকাপে যাওয়ার আগে সিরিজটি জয়ের লক্ষ্যে কাজ করছে।
---------------
হিন্দুস্থান সমাচার / শান্তি রায়চৌধুরি