বিজয় হাজারে ট্রফি এলিটে ১০৭ রানে বাংলার পরাজয়, হায়দ্রাবাদের প্রথম জয়
রাজকোট, ৬ জানুয়ারি (হি. স.) : বিজয় হাজারে ট্রফি এলিটে বড় ব্যবধানেই হায়দরাবাদের কাছে হার। ১০৭ রানে হায়দ্রাবাদ এই প্রথম খেলায় জিতল। বাংলার অলরাউন্ডার শাহবাজ আহমেদ অনবদ্য শতরানের ইনিংস উপহার দিলেও ব্যর্থ। জয় সেই অধরা। বাংলা ও হায়দ্রাবাদ এদিন পরস্
বিজয় হাজারে ট্রফি - বাংলা ও হায়দ্রাবাদ একনজরে


রাজকোট, ৬ জানুয়ারি (হি. স.) : বিজয় হাজারে ট্রফি এলিটে বড় ব্যবধানেই হায়দরাবাদের কাছে হার। ১০৭ রানে হায়দ্রাবাদ এই প্রথম খেলায় জিতল। বাংলার অলরাউন্ডার শাহবাজ আহমেদ অনবদ্য শতরানের ইনিংস উপহার দিলেও ব্যর্থ। জয় সেই অধরা। বাংলা ও হায়দ্রাবাদ এদিন পরস্পরের মধ্যেই মুখোমুখি হয়। প্রথম ব্যাটিংয়ে হায়দ্রাবাদের স্কোর - ৩৫২ রান। এর জবাবে ৪৪.৪ ওভারে ২৪৫ রানে বাংলার ইনিংস শেষ হয়েছে। শতাধিক রানের ব্যবধানে এমনতর পরাজয় বাংলা দলের কাছে অকল্পনীয়। নিরঞ্জন শাহ স্টেডিয়ামে টসে জিতে বাংলা ফিল্ডিং নিয়েছে ও ব্যাটিং করে হায়দ্রাবাদ। এই খেলায় বাংলার বোলিং - ব্যাটিং - ফিল্ডিং নিয়ে ফের প্রশ্ন উঠে গেল। বিজয় হাজারে ট্রফিতে ধাক্কা লাগল বাংলা দলের।

এদিকে, নিরঞ্জন শাহ স্টেডিয়ামে টসে জিতে বাংলা ফিল্ডিং নেয়। হায়দরাবাদ ৫০ ওভারে ৫ উইকেটে ৩৫২ রান তোলে। কেরিয়ারের তৃতীয় লিস্ট এ ম্যাচে ১২টি বাউন্ডারি ও ১৩টি ওভার বাউন্ডারির সাহায্যে আমন রাও ১৫৪ বলে ২০০ রানে অপরাজিত।

অন্যদিকে, মহম্মদ শামি এক মেডেন - সহ ১০ ওভারে ৩/৭০ রানে উইকেট নেয়। শাহবাজ ১০ ওভারে ৫৭ রানে ও রোহিত কুমার ১০ ওভারে ৬১ রানে একটি করে উইকেট দখল করেন। আকাশদীপ ৮ ওভারে ৭৮ রান, মুকেশ কুমার ৭ ওভারে ৫৫ রান ও করণ লাল ৫ ওভারে ২৮ রান দিয়েও কোনও উইকেট পাননি।

এর জবাবে খেলতে নেমে ৪৪.৪ ওভারে ২৪৫ রানে ইনিংস শেষ হয়ে যায়। শাহবাজ আহমেদ কেরিয়ারের চতুর্থ লিস্ট 'এ' শতরান করে। ৯টি বাউন্ডারি ও ৪টি ওভার বাউন্ডারি সহ ১১৩ বলে ১০৮ রানে অপরাজিত। অনুষ্টুপ মজুমদার ৭২ বলে ৫৯ রান করেছে।

উল্লেখ্য, উইকেটকিপার সুমিত নাগ অভিষেক ম্যাচে ওপেন করতে নেমে (১৪ বলে ১০ রান) তৃতীয় ওভারের পঞ্চম ডেলিভারিতে মহম্মদ সিরাজের কাছে এল বি ডব্লু অর্থাৎ লেগ বিফোর উইকেট হয়েছে। এরপর পঞ্চম ওভারে জোড়া ধাক্কা দেন সিরাজ, সেই ওভারের চতুর্থ ও পঞ্চম বলে অধিনায়ক অভিমন্যু ঈশ্বরণ ( ৮ বলে ১৫ রান ) ও সুদীপ কুমার ঘরামি ( ১ বলে ০ রান) -কে ফিরিয়ে দিতে সমর্থ হয়।

প্রসঙ্গত, তিন নম্বরে মাঠে নামে করণ লাল ১৭ বলে ১৩ রানের বেশি করতে পারেনি। একসময় বাংলা দলের স্কোর - ৭.৫ ওভারে ৪/৫০ রান। এরপর উইকেট রক্ষার চেষ্টা করেছে অনুষ্টুপ ও শাহবাজ, তবে শেষরক্ষা হয়নি। সুমন্ত গুপ্ত ৪ বলে ২ রান, আকাশ দীপ ১৬ বলে ১২ রান, মহম্মদ শামি ১১ বলে ৭ রান, রোহিত ২ বলে ১ রান ও মুকেশ কুমার ১১ বলে ৬ রান করে। মহম্মদ সিরাজ ১০ ওভারে ৪/৫৮ রান ঝুলিতে উইকেট নিয়েছে।

বাংলা ৬ ম্যাচে ১৬ পয়েন্ট নিয়ে আপাতত এলিট গ্রুপ 'বি'-র পয়েন্ট তালিকার তিন নম্বর স্থানে, নেট রান রেট ০.৫৯৫। আগামী বৃহস্পতিবার বাংলার প্রতিপক্ষ ইতিমধ্যেই নক-আউট পর্ব নিশ্চিত করে ধরা ছোঁয়ার বাইরে চলে যাওয়া উত্তরপ্রদেশ। চলতি টুর্নামেন্টে তারা অপরাজেয়, টানা ৬টি ম্যাচেই জিতেছে। বাংলার পাশাপাশি বিদর্ভ (নেট রান রেট ০.৯৫০) ও বরোদারও (নেট রান রেট ০.৩২০) পয়েন্ট ৬ ম্যাচে ১৬।

হিন্দুস্থান সমাচার / শুভদ্যুতি দত্ত




 

 rajesh pande