বিজয় হাজারে ট্রফি এলিটে বাংলার সামনে ৩৫৩ রানের লক্ষ্যমাত্রা হায়দ্রাবাদের
কলকাতা, ৬ জানুয়ারি (হি. স.) : বিজয় হাজারে ট্রফি এলিটে গ্রুপ - বি এর খেলায় বাংলার সামনে জয়ের জন্য ৩৫৩ রানের লক্ষ্যমাত্রা রাখল হায়দ্রাবাদ। মঙ্গলবার টসে জিতে বোলিং বেছে নেয় বাংলা দল। হায়দ্রাবাদকে ব্যাটিং করতে ডাকে। প্রথমে ব্যাটিং ও তাদের ইনিংসে ন
বিজয় হাজারে ট্রফি এলিটে বাংলার সামনে ৩৫৩ রানের লক্ষ্যমাত্রা হায়দ্রাবাদের


কলকাতা, ৬ জানুয়ারি (হি. স.) : বিজয় হাজারে ট্রফি এলিটে গ্রুপ - বি এর খেলায় বাংলার সামনে জয়ের জন্য ৩৫৩ রানের লক্ষ্যমাত্রা রাখল হায়দ্রাবাদ। মঙ্গলবার টসে জিতে বোলিং বেছে নেয় বাংলা দল। হায়দ্রাবাদকে ব্যাটিং করতে ডাকে। প্রথমে ব্যাটিং ও তাদের ইনিংসে নির্ধারিত ৫০ ওভারে হায়দ্রাবাদের দলগত স্কোর - ৫ উইকেটে ৩৫২ রান সংগ্রহ করে। ওপেনার আমন রাও এর দ্বি - শতরানের ইনিংস উপহার দিয়েছে এবং তা অপরাজিত ইনিংস বোলিং ও ফিল্ডিংয়ে বাংলা দলের অনেক ত্রুটি ধরা পড়েছে। একমাত্র ব্যাতিক্রম মহম্মদ শামি। এককভাবে ৪ টি উইকেট তুলে নিয়েছে। এদিকে, তরুণ ও প্রতিভাবান বাংলার উইকেটরক্ষক ব্যাটসম্যান সুমিত নাগ' এর ভিষেক হয়েছে। আকাশদীপ ও মুকেশ কুমার তাঁর হাতেই রীতি মেনে সিএবি-র টুপি তুলে দিয়েছে।

অন্যদিকে, এদিনের খেলায় প্রথম একাদশ বাংলা দল - অভিমন্যু ঈশ্বরণ, সুদীপ কুমার ঘরামি, সুমিত নাগ, শাহবাজ আহমেদ, অনুষ্টুপ মজুমদার, সুমন্ত গুপ্ত, রোহিত, করণ লাল, আকাশদীপ, মহম্মদ ৪ ৪৪ শামি ও মুকেশ কুমার।

হিন্দুস্থান সমাচার / শুভদ্যুতি দত্ত




 

 rajesh pande