
কুয়ালালামপুর, ৬ জানুয়ারি (হি.স.): মঙ্গলবার মালয়েশিয়া ওপেন সুপার ৭৫০ ব্যাডমিন্টন টুর্নামেন্টে সিঙ্গাপুরের জিয়া হেং জেসন তেহের বিপক্ষে কঠিন জয়ের মাধ্যমে পুরুষদের এককের দ্বিতীয় রাউন্ডে উন্নীত হয়ে নতুন মরসুমের সূচনা করেছেন ভারতের সেরা লক্ষ্য সেন ।
আলমোড়ার ২৪ বছর বয়সী এই খেলোয়াড়, যিনি অস্ট্রেলিয়ান ওপেন জিতেছিলেন এবং গত মরসুমে হংকংয়ে ফাইনালে উঠেছিলেন, রোমাঞ্চকর উদ্বোধনী ম্যাচে বিশ্বের ২১ নম্বর তেহকে ২১-১৬, ১৫-২১, ২১-১৪ ব্যবধানে হারিয়ে ৭০ মিনিট সময় নিয়েছিলেন।
২০২১ সালের বিশ্ব চ্যাম্পিয়নশিপের ব্রোঞ্জ পদকজয়ী লক্ষ্য, বর্তমানে বিশ্বে ১৩ নম্বরে র্যাঙ্কিংয়ে আছেন, তিনি পরবর্তীতে ষষ্ঠ বাছাই ফ্রান্সের ক্রিস্টো পপভ অথবা হংকংয়ের লি চুক ইয়ু-এর মুখোমুখি হবেন।
মহিলাদের একক বিভাগে, মালবিকা বানসোদ, যিনি বাম হাঁটুর ইনজুরির কারণে ছয় মাসের ছুটি কাটানোর পর ফিরে এসেছেন, তিনি প্রথম রাউন্ডে সপ্তম বাছাই থাইল্যান্ডের রাচানোক ইন্তাননের কাছে ১১-২১, ১১-২১ ব্যবধানে হেরে যান, যিনি প্রাক্তন বিশ্ব চ্যাম্পিয়ন।
দিনের শেষে, ইউএস ওপেন সুপার ৩০০ জয়ী আয়ুশ শেঠি, প্যারিস অলিম্পিকের ব্রোঞ্জ পদকজয়ী মালয়েশিয়ার লি জি জিয়ার মুখোমুখি হবেন।
ভারতীয় পুরুষদের দ্বৈত জুটিতে অভিজ্ঞ এমআর অর্জুন এবং ২২ বছর বয়সী হরিহরণ আমসাকারুনান জাপানের হিরোকি মিডোরিকাওয়া এবং কিয়োহেই ইয়ামাশিতার মুখোমুখি হবেন।
হিন্দুস্থান সমাচার / শান্তি রায়চৌধুরি