
মরক্কো, ৫ জানুয়ারি (হি.স.): আফ্রিকা কাপ অব নেশনসে দুরন্ত ফর্মে মরক্কো। রবিবার তাঞ্জানিয়ার বিপক্ষে একমাত্র জয়সূচক গোলটি করেন রিয়াল মাদ্রিদ তারকা ব্রাহিম দিয়াজ। রাবাতে তার ওই গোলে কোয়ার্টার ফাইনালে উঠেছে স্বাগতিকরা।
দিয়াজের গোলটি ছিল ঐতিহাসিক। কারন টুর্নামেন্টে চার ম্যাচে চার গোল করলেন রিয়াল মাদ্রিদ এই মিডফিল্ডার। তাতে প্রথম মরক্কান খেলোয়াড় হিসেবে তিনি আফকনের ইতিহাসে এক আসরে টানা চার ম্যাচে গোল করলেন। ১৯৭৬ সালে মরক্কান লিজেন্ড আহমেদ ফারাসের টানা তিন ম্যাচে গোলের রেকর্ড ভেঙেছেন দিয়াজ। এই গোলে গোল্ডেন বুটের দৌড়ে এককভাবে শীর্ষে উঠে এসেছেন দিয়াজ।
শেষ আটে মরক্কো প্রতিপক্ষ হিসেবে পেয়েছে ক্যামেরুনকে। ইনডমিটেবল লায়ন্সরা ২-১ গোলে দক্ষিণ আফ্রিকাকে হারিয়েছে।
হিন্দুস্থান সমাচার / শান্তি রায়চৌধুরি