ইংলিশ প্রিমিয়ার লিগ: ড্র চেলসি ও ম্যানচেস্টার সিটির
লন্ডন, ৫ জানুয়ারি (হি.স.): ইতিহাদ স্টেডিয়ামে রবিবার রাতে প্রিমিয়ার লিগের ম্যাচটি ১-১ গোলে ড্র হয়েছে চেলসি ও ম্যানচেস্টার সিটির মধ্যে। প্রথমার্ধে টিজানি রেইন্ডার্সের গোলে এগিয়ে জয়ের সিটি। এই গোলেই ম্যানচেস্টার সিটি জয়ের স্বপ্ন দেখছিল। শেষ পর্যন্ত
ইংলিশ প্রিমিয়ার লিগ: ম্যানচেস্টার সিটির মুঠো থেকে পয়েন্ট কেড়ে নিল চেলসি


লন্ডন, ৫ জানুয়ারি (হি.স.): ইতিহাদ স্টেডিয়ামে রবিবার রাতে প্রিমিয়ার লিগের ম্যাচটি ১-১ গোলে ড্র হয়েছে চেলসি ও ম্যানচেস্টার সিটির মধ্যে। প্রথমার্ধে টিজানি রেইন্ডার্সের গোলে এগিয়ে জয়ের সিটি। এই গোলেই ম্যানচেস্টার সিটি জয়ের স্বপ্ন দেখছিল। শেষ পর্যন্ত তাদের সেই স্বপ্ন ভেঙ্গে দিলেন আর্জেন্টাইন মিডফিল্ডার ফের্নান্দেস। দ্বিতীয়ার্ধের যোগ করা সময়ে তিনি চেলসির হয়ে সমতা ফেরান।

সব প্রতিযোগিতা মিলিয়ে টানা আট জয়ের পর, নতুন বছরের প্রথম দিন সান্ডারল্যান্ডের মাঠে পয়েন্ট হারিয়েছিল ম্যানচেস্টার সিটি। কয়েক ঘণ্টার মধ্যে আবার তারা পয়েন্ট হারালো।

এদিকে টানা ব্যর্থতার কারণে কয়েকদিন আগে চেলসির কোচের পদ হারিয়েছেন এন্টসো মারেস্কা। ফলে, প্রধান কোচ ছাড়াই এদিন খেলতে নেমেছিল চেলসি।

২০ ম্যাচে ১৩ জয় ও ৩ ড্রয়ে ৪২ পয়েন্ট নিয়ে দুইয়ে আছে সিটি। তাদের সমান পয়েন্ট অ্যাস্টন ভিলারও। তাদের চেয়ে ৬ পয়েন্ট বেশি নিয়ে শীর্ষে আর্সেনাল। আর সমান ম্যাচে ৩১ পয়েন্ট নিয়ে পঞ্চম স্থানে আছে চেলসি। তাদের চেয়ে ৩ পয়েন্ট বেশি নিয়ে চতুর্থ স্থানে লিভারপুল।

হিন্দুস্থান সমাচার / শান্তি রায়চৌধুরি




 

 rajesh pande