শংকর–মাধবের স্থানে আজান ফকিরকে প্রতিষ্ঠার চেষ্টা করবেন না, গৌরব গগৈকে সতর্ক করল অসম প্ৰদেশ বিজেপি
গুয়াহাটি, ৪ জানুয়ারি (হি.স.) : অসম প্ৰদেশ কংগ্রেসের সভাপতি গৌরব গগৈ লাগাতার আধ্যাত্মিক গুরু বৈষ্ণব শিরোমণি শ্রীমন্ত শংকরদেবে সমকক্ষ স্থানে বাগদাদ থেকে আগত আজান ফকিরকে প্রতিষ্ঠিত করার যে চেষ্টা করছেন, অসম প্রদেশ বিজেপি তার তীব্র নিন্দা করেছে। পাশাপা
বিজেপি_প্রতিনিধিত্বমূলক ছবি


গুয়াহাটি, ৪ জানুয়ারি (হি.স.) : অসম প্ৰদেশ কংগ্রেসের সভাপতি গৌরব গগৈ লাগাতার আধ্যাত্মিক গুরু বৈষ্ণব শিরোমণি শ্রীমন্ত শংকরদেবে সমকক্ষ স্থানে বাগদাদ থেকে আগত আজান ফকিরকে প্রতিষ্ঠিত করার যে চেষ্টা করছেন, অসম প্রদেশ বিজেপি তার তীব্র নিন্দা করেছে। পাশাপাশি, অসম তথা উত্তর-পূর্বাঞ্চলে বৈষ্ণবীয় ভাবধারা প্রতিষ্ঠার মাধ্যমে অসমিয়া সমাজকে শক্তিশালী রূপে গড়ে তোলা শংকর–মাধবের অনবদ্য অবদানকে ম্লান করার যে ষড়যন্ত্র চলছে, তা থেকে বিরত থাকতে কংগ্রেস নেতাকে সতর্ক করেছে বিজেপি।

অসম প্রদেশ বিজেপির সদর দফতর অটলবিহারী বাজপেয়ী ভবনে অনুষ্ঠিত এক সাংবাদিক সম্মেলনে প্রদেশ বিজেপির মুখপাত্র জয়ন্তকুমার গোস্বামী বলেন, ‘ফাইজান’ খ্যাত কংগ্রেস সভাপতি গৌরব গগৈ অসমের সভ্যতা ও সংস্কৃতি ধ্বংস করতে চাইছেন।

তিনি বলেন, কংগ্রেস এবং বামপন্থী ইকোসিস্টেম জোর করে অসমিয়া সমাজে গুরুজনা শংকরদেবের সঙ্গে আজান ফকিরকে একাকার করার চেষ্টা করছে। এর মাধ্যমে অসমের ঐতিহ্যে গুরুজনার অবদানকে অস্বীকার করা এবং তাঁর ভাবমূর্তিকে ম্লান করা হচ্ছে। সুতরাং গৌরব গগৈ বৈষ্ণব-বিরোধী ও অসমিয়া সংস্কৃতির বিরোধী। এই ভূমি শংকর-মাধবের, চুকাফা-নরনারায়ণের, জ্যোতি-বিষ্ণুর, বীর রাঘব মোরান-জোঙাল বলহুর, লাচিত-চিলারায়ের, ভীমবর দেওরি-উপেন্দ্রনাথ ব্রহ্মের, স্যামসং ইংতি-টাবুরাম টাইডের, সতী সাধিনী-কনকলতার, চবিলাল উপাধ্যায়-সমীর তাঁতির, প্রহ্লাদ তাসা — এই সকল মহাপুরুষের অসম। এই সকল মহান ব্যক্তিত্বের অবদানকে নস্যাৎ করে কেবল ‘মিঞা তুষ্টিকরণ’-এর জন্য গৌরব গগৈ বাগদাদ থেকে আগত এক ইসলাম ধর্মপ্রচারকের পক্ষে দাঁড়িয়েছেন, বলেন জয়ন্তকুমার গোস্বামী।

বদরউদ্দিন আজমলের স্থান দখল করতে গিয়ে গৌরব গগৈ শংকর-মাধবকেও অপমান করতে কুণ্ঠাবোধ করেছেন না বলে মুখপাত্র জয়ন্তকুমার গোস্বামী অভিযোগ করেছেন।

মুখপাত্র জয়ন্ত গোস্বামী আরও বলেন, প্রকৃতপক্ষে কংগ্রেস অসমকে একটি ইসলামিক রাজ্যে পরিণত করতে চায়। ভোটব্যাংকের স্বার্থে বিদেশি, মিঞা অধ্যুষিত ২২টি বিধানসভা আসন সুরক্ষিত রাখতে ইমরান মাসুদের মতো সাম্প্রদায়িক ব্যক্তিকে অসমের ২০২৬ সালের বিধানসভা নির্বাচনের দায়িত্ব দিয়েছে কংগ্রেস। যে ইমরান মাসুদ ২০১৪ সালে লোকসভা নির্বাচনের প্রাক্কালে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে বারবার ‘কেটে ফেলব’ বলে প্রকাশ্যে ঘোষণা করেছিলেন, এমন একজনকে অসমে এনে কংগ্রেস রাজ্যে ধর্মীয় মেরুকরণ ঘটাতে এবং খিলঞ্জিয়া (ভূমিপুত্র) জনগণের ওপর আক্রমণের ষড়যন্ত্র করছে বলে অভিযোগ করে অসমের সাধারণ মানুষকে সজাগ ও সচেতন থাকার আহ্বান জানিয়েছে অসম প্ৰদেশ বিজেপি।

হিন্দুস্থান সমাচার / সমীপ কুমার দাস




 

 rajesh pande