৫ জানুয়ারি থেকে বিজেপির দেওয়াল লিখন কর্মসূচি, সূচনা করবেন মুখ্যমন্ত্রী হিমন্তবিশ্ব
আসন্ন বিধানসভা নির্বাচনের জন্য সম্পূর্ণ প্রস্তুত অসম বিজেপি : সাংসদ প্রদান বরুয়া গুয়াহাটি, ৪ জানুয়ারি (হি.স.) : আগামীকাল ৫ জানুয়ারি থেকে অসমে দেওয়াল লিখন কৰ্মসূচি শুরু করবে বিজেপি। প্রদেশ বিজেপির সভাপতি তথা দরং-ওদালগুড়ির সাংসদ (লোকসভা) দিলীপ শইক
অসমে বিজেপির দেওয়াল লিখন কর্মসূচি (ফাইল ফটো)


আসন্ন বিধানসভা নির্বাচনের জন্য সম্পূর্ণ প্রস্তুত অসম বিজেপি : সাংসদ প্রদান বরুয়া

গুয়াহাটি, ৪ জানুয়ারি (হি.স.) : আগামীকাল ৫ জানুয়ারি থেকে অসমে দেওয়াল লিখন কৰ্মসূচি শুরু করবে বিজেপি। প্রদেশ বিজেপির সভাপতি তথা দরং-ওদালগুড়ির সাংসদ (লোকসভা) দিলীপ শইকিয়ার উপস্থিতিতে দেওয়াল লিখন কর্মসূচির সূচনা করবেন মুখ্যমন্ত্রী মুখ্যমন্ত্রী ড. হিমন্তবিশ্ব শর্মা।

আজ রবিবার অসম প্রদেশ বিজেপির সদর দফতর অটলবিহারী বাজপেয়ী ভবনে অনুষ্ঠিত এক সাংবাদিক সম্মেলনে এ খবর দিয়েছেন লখিমপুরের সাংসদ (লোকসভা) প্রদান বরুয়া। তিনি জানান, আগামীকাল গুয়াহাটি রাজধানী মণ্ডলের অন্তর্গত খানাপাড়া কেন্দ্রীয় বিদ্যালয়ের সামনে মুখ্যমন্ত্রী এই কর্মসূচির সূচনা করার পর সমগ্র অসমে বিজেপির সাংসদ, মন্ত্রী-বিধায়ক, প্রদেশ মোর্চার সভাপতি, জেলা সভাপতি, জেলা পরিষদের সদস্য, মেয়র-পুরপতি এবং আঞ্চলিক পঞ্চায়েতের সদস্যরা নিজ নিজ এলাকায় দেওয়াল লিখন কর্মসূচি বাস্তবায়ন করবেন, জানান সাংসদ বরুয়া।

আসন্ন (২০২৬ সাল) রাজ্য বিধানসভা নির্বাচনের জন্য অসম প্রদেশ বিজেপি সম্পূর্ণ প্রস্তুত। ইতিমধ্যেই রাজ্যের প্রতিটি বিধানসভা কেন্দ্র এবং পঞ্চায়েতে বিজেপির নির্বাচন ব্যবস্থাপনা কমিটি গঠন করা হয়েছে, জানান অসম প্রদেশ বিজেপির ২০২৬ বিধানসভা নির্বাচন ব্যবস্থাপনা কমিটির আহ্বায়ক এবং লখিমপুরের সাংসদ প্রদান বরুয়া।

প্ৰদেশ নির্বাচন ব্যবস্থাপনা কমিটির সহ-আহ্বায়ক তথা প্রদেশ বিজেপির সাধারণ সম্পাদক অনুপ বর্মণকে সঙ্গে নিয়ে সাংবাদিক সম্মেলনে অনুষ্ঠেয় দেওয়াল লিখন কর্মসূচির বিস্তারিত বিবরণ তুলে ধরেছেন প্ৰদান বরুয়া।

তিনি জানান, প্রথম পর্যায়ে দেওয়াল লিখনের জন্য নির্বাচিত স্লোগানগুলো হলো

১। ‘কেন আমাদের বিজেপি দরকার? সভ্যতা, সংস্কৃতি ও জীবন সুরক্ষার জন্য আবার একবার বিজেপি সরকার’

২। ‘কেন আমাদের বিজেপি দরকার? আমাদের জমি, আমাদের অধিকারের জন্য আবার একবার বিজেপি সরকার’

৩। ‘কেন আমাদের বিজেপি দরকার? নারীর অর্থনৈতিক ক্ষমতায়নের জন্য আবার একবার বিজেপি সরকার’

৪। ‘কেন আমাদের বিজেপি দরকার? মেধার ভিত্তিতে স্বচ্ছ নিয়োগের জন্য আবার একবার বিজেপি সরকার’

৫। ‘কেন আমাদের বিজেপি দরকার? উন্নত, নিরাপদ ও আত্মনির্ভরশীল অসমের জন্য আবার একবার বিজেপি সরকার’

৬। ‘অসমের সুরক্ষা বিজেপির অঙ্গীকার, অসমের দরকার বিজেপি সরকার’

৭। ‘আসুন, বিকশিত অসমের জন্য বিজেপিকে ভোট দেই’

হিন্দুস্থান সমাচার / সমীপ কুমার দাস




 

 rajesh pande