
উত্তর ২৪ পরগনা, ৪ জানুয়ারি ( হি. স.)- বছরের শুরুতেই ভাটপাড়া পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডে গুলি চালানোর ঘটনাকে ঘিরে তীব্র চাঞ্চল্য ছড়াল এলাকায়। ভাটপাড়া থানার অন্তর্গত নিমবাগান এলাকায় আচমকাই গুলির শব্দ পাওয়া যায় বলে অভিযোগ। স্থানীয় বাসিন্দারা গুলির আওয়াজ শুনে আতঙ্কিত হয়ে পড়েন এবং সঙ্গে সঙ্গে পুলিশে খবর দেন।ভাটপাড়া থানার পুলিশ খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। গোটা এলাকা ঘিরে ফেলে তদন্ত শুরু করা হয়। তবে এই ঘটনায় কেউ আহত হয়েছেন কি না, তা এখনও স্পষ্ট নয়। আগ্নেয়াস্ত্র কোথা থেকে এল এবং কারা গুলি চালাল, তা নিয়ে একাধিক প্রশ্ন উঠেছে।রবিবার ঘটনাস্থলে উপস্থিত হন ভাটপাড়া পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মিলি দত্ত। তিনি জানান, এটি কোনও রাজনৈতিক ঘটনা নয়, দুষ্কৃতীদের কাজ। স্থানীয় বাসিন্দাদের কাছ থেকে তিনি জানতে পেরেছেন, ঘটনাস্থলে প্রায় চার রাউন্ড গুলি চালানো হয়েছে। পুলিশ ইতিমধ্যেই এলাকায় নজরদারি বাড়িয়েছে এবং আশপাশের সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে। ঘটনার পিছনে কারা জড়িত, কী উদ্দেশ্যে এই গুলি চালানো হয়েছে, তা জানতে তদন্ত চলছে।
হিন্দুস্থান সমাচার / এ. গঙ্গোপাধ্যায়