
দক্ষিণ ২৪ পরগনা, ৪ জানুয়ারি (হি.স.): বাড়ি থেকে এক তরুণীর রক্তাক্ত দেহ উদ্ধার হল। রবিবার দুপুরের ঘটনা। দক্ষিণ ২৪ পরগনার রায়দিঘির কাশীনগরের তেলিপুকুর এলাকায় ঘটনাটি ঘটে| এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্য ছড়ায়| স্থানীয় সূত্রে জানা গেছে, মৃতের নাম রীতা পাঠক (৩২)। দেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। ঘটনার পর থেকেই পলাতক মৃতের স্বামী অপূর্ব পাঠক। প্রাথমিক তদন্তে স্ত্রীকে খুন করেই অভিযুক্ত পালিয়ে গিয়েছে বলে অনুমান পুলিশের। খুনের মামলা রুজু করে তদন্ত শুরু করেছে পুলিশ।
হিন্দুস্থান সমাচার / সৌম্যজিৎ