
হাওড়া, ৪ জানুয়ারি ( হি. স.) : হাওড়ার ডোমজুড় থানার অন্তর্গত পাকুরিয়া এলাকায় ১৬ নম্বর জাতীয় সড়কে ভয়াবহ বাস দুর্ঘটনায় আহত হলেন প্রায় ২৫ জন যাত্রী। রবিবার সকালে এই দুর্ঘটনাকে ঘিরে চাঞ্চল্য ছড়ায় গোটা এলাকায়। পুলিশ সূত্রে জানা গেছে, ডানলপ থেকে পাঁচলাগামী ৭৯ নম্বর বাসটিকে পেছন থেকে ধাক্কা মারে দিঘাগামী একটি বেসরকারি বাস।আহত বেসরকারি বাসটি খেতুয়া–কলকাতা রুটে চলাচল করছিল এবং দিঘার উদ্দেশ্যে যাচ্ছিল। সংঘর্ষের তীব্রতায় ডানলপগামী বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে জাতীয় সড়কের পাশের একটি কারখানার দেওয়াল ভেঙে ঢুকে যায়। দুর্ঘটনার ফলে দুই বাসের একাধিক যাত্রী গুরুতর ও আশঙ্কাজনকভাবে আহত হন।খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছয় ডোমজুড় থানার পুলিশ ও ট্রাফিক পুলিশ। স্থানীয় বাসিন্দাদের সহায়তায় আহতদের উদ্ধার করে নিকটবর্তী বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে সকল আহত যাত্রী চিকিৎসাধীন বলে জানা গেছে।দুর্ঘটনার জেরে কিছুক্ষণের জন্য জাতীয় সড়কে যান চলাচল ব্যাহত হয়। পরে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে এনে যান চলাচল স্বাভাবিক করে। দুর্ঘটনাগ্রস্ত দুই বাসকেই আটক করা হয়েছে। কী কারণে এই দুর্ঘটনা ঘটল, তা খতিয়ে দেখছে পুলিশ।
হিন্দুস্থান সমাচার / এ. গঙ্গোপাধ্যায়