রাহুল দেব বর্মণের প্রয়াণ দিবসে শ্রদ্ধার্ঘ্য মুখ্যমন্ত্রীর
কলকাতা, ৪ জানুয়ারি (হি. স.) বিশিষ্ট সুরকার রাহুল দেববর্মণের প্রয়াণ দিবসে শ্রদ্ধার্ঘ্য নিবেদন করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সোশ্যাল মিডিয়া এক্স হ্যান্ডেলে রবিবার তিনি লিখেছেন যে, - কিংবদন্তী সঙ্গীতশিল্পী রাহুল দেব বর্মণকে তাঁর মৃত্
রাহুল দেব বর্মণের প্রয়াণ দিবসে শ্রদ্ধার্ঘ্য মুখ্যমন্ত্রীর


কলকাতা, ৪ জানুয়ারি (হি. স.) বিশিষ্ট সুরকার রাহুল দেববর্মণের প্রয়াণ দিবসে শ্রদ্ধার্ঘ্য নিবেদন করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সোশ্যাল মিডিয়া এক্স হ্যান্ডেলে রবিবার তিনি লিখেছেন যে, - কিংবদন্তী সঙ্গীতশিল্পী রাহুল দেব বর্মণকে তাঁর মৃত্যুবার্ষিকীতে স্মরণ করি। তাঁর সুর ও গান চিরকাল স্মরণীয় হয়ে থাকবে।

উল্লেখ্য, রাহুল দেব বর্মণ এ দেশের একজন বিখ্যাত সঙ্গীত পরিচালক ও গায়ক। তিনি পঞ্চম দা হিসেবেও সুপরিচিত ছিলেন। আর. ডি. বর্মণ হিসেবেও পরিচিত ছিলেন তিনি। বহু সঙ্গীতশিল্পীকে দিয়ে অনেক জনপ্রিয় গান করেছিলেন তিনি। ভারতীয় সিনেমার সঙ্গীত জগতের অন্যতম শ্রেষ্ঠ সঙ্গীত পরিচালক রূপে বিবেচিত হন তিনি। তিনি ছিলেন অন্যান্য সুরকারদের অনুপ্রেরণার মতো। রাহুল তার পরে আসা সঙ্গীত পরিচালকদের জন্য একটি অনুপ্রেরণা ছিলেন। তিনি তিন বার (১৯৮৩, ১৯৮৪ এবং ১৯৯৫) ফিল্মফেয়ার পুরস্কার লাভ করেন।

হিন্দুস্থান সমাচার / শুভদ্যুতি দত্ত




 

 rajesh pande