
পূর্ব বর্ধমান, ৪ জানুয়ারি (হি.স.): নিয়ন্ত্রণ হারিয়ে ১৯ নম্বর জাতীয় সড়কের সার্ভিস রোডের পাশে থাকা নয়ানজুলিতে উল্টে গেল চারচাকা গাড়ি। ঘটনার জেরে জখম হয়েছেন দু'জন। রবিবার, বেলা ১১টা নাগাদ পালসিটের কাছে জাতীয় সড়কের কলকাতামুখী লেনের পাশে থাকা সার্ভিস রোডে দুর্ঘটনাটি ঘটেছে। জানা গিয়েছে সার্ভিস রোডে গাড়ির যান্ত্রিক ত্রুটি সারানোর পরে সেটির ট্রায়াল দেওয়া হচ্ছিল। সেই সময়েই গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে নয়নজুলিতে পড়ে যায়। গাড়ির ভিতরে থাকা দু'জন আরোহীকে পালসিট ফাঁড়ির পুলিশ উদ্ধার করে চিকিৎসার জন্য একটি সুপার স্পেশালিটি হাসপাতালে পাঠায়।
হিন্দুস্থান সমাচার / সৌম্যজিৎ