
মুর্শিদাবাদ, ৪ জানুয়ারি (হি.স.): একাধিক বিষয়ে পথে নামল মুর্শিদাবাদের হরিহরপাড়া ব্লক কংগ্রেস। রবিবার দুপুরে একটি মিছিল হয়| তারপর হরিহরপাড়া ভৈরব সেতু সংলগ্ন এলাকায় সভা অনুষ্ঠিত হয়। ভোটার তালিকায় বিশেষ নিবিড় সংশোধন নিয়ে সাধারণ মানুষের হয়রানি, ওয়াকফ সংশোধনী আইন বাতিল-সহ একাধিক দাবিতে সরব হন কংগ্রেস নেতারা। আগামী বিধানসভা নির্বাচনকে সামনে রেখে কর্মীদের ঐক্যবদ্ধ হওয়ার ডাক দেন দলের নেতারা। তবে এ দিন ওই সভায় ব্লক কংগ্রেসের ছাত্র ও যুব নেতাদের একাংশ উপস্থিত থাকলেও অনুপস্থিত ছিলেন ব্লক কংগ্রেস সভাপতি-সহ একাধিক নেতা।
হিন্দুস্থান সমাচার / সৌম্যজিৎ