দুবাইয়ে চাকরির প্রলোভন দেখিয়ে প্রতারণা, দেশে ফিরলেন যুবক
যমুনানগর, ৪ জানুয়ারি (হি.স.): বিদেশে ভালো চাকরি ও উন্নত ভবিষ্যতের আশ্বাস দিয়ে এক যুবককে দুবাই পাঠিয়ে প্রতারণার অভিযোগ উঠেছে। অমানবিক পরিস্থিতিতে দীর্ঘ সময় কাজ করতে বাধ্য হওয়ায় শেষ পর্যন্ত দেশে ফিরতে হয় তাঁকে। ঘটনায় দু’জন অভিযুক্তের বিরুদ্ধে মামলা র
দুবাইয়ে চাকরির প্রলোভন দেখিয়ে প্রতারণা, দেশে ফিরলেন যুবক


যমুনানগর, ৪ জানুয়ারি (হি.স.): বিদেশে ভালো চাকরি ও উন্নত ভবিষ্যতের আশ্বাস দিয়ে এক যুবককে দুবাই পাঠিয়ে প্রতারণার অভিযোগ উঠেছে। অমানবিক পরিস্থিতিতে দীর্ঘ সময় কাজ করতে বাধ্য হওয়ায় শেষ পর্যন্ত দেশে ফিরতে হয় তাঁকে। ঘটনায় দু’জন অভিযুক্তের বিরুদ্ধে মামলা রুজু করেছে পুলিশ।

রবিবার অভিযোগকারী কপিল কুমার জানান, তাঁর ভাই সৌরভকে দুবাইয়ে আট ঘণ্টার ডিউটি ও ভালো সুযোগ-সুবিধার চাকরির প্রতিশ্রুতি দিয়ে ১ লক্ষ ২০ হাজার টাকা নেন গ্রামেরই রিঙ্কু এবং অম্বালা জেলার দামনৌলির এলাকার বাসিন্দা লখবিন্দর সিং। কিন্তু দুবাই পৌঁছানোর পর না ছিল থাকার ব্যবস্থা, না কেউ গ্রহণ করতে আসে। পরে একটি সংস্থায় কাজে নিয়োগ করা হলেও প্রতিদিন প্রায় ১৬ ঘণ্টা কাজ করানো হয়, পর্যাপ্ত খাবার ও ন্যূনতম সুযোগ-সুবিধাও দেওয়া হয়নি।

ক্রমাগত শারীরিক অসুস্থতার কারণে পরিবার নিজেদের খরচে সৌরভকে দেশে ফিরিয়ে আনে। দেশে ফেরার পর অভিযুক্তরা টাকা ফেরতের আশ্বাস দিলেও পরে তা দিতে অস্বীকার করে।

এদিন পুলিশ জানিয়েছে, ঘটনার তদন্ত চলছে এবং অভিযুক্তদের ভূমিকা খতিয়ে দেখা হচ্ছে।

---------------

হিন্দুস্থান সমাচার / সৌমি বৈদ্য




 

 rajesh pande