মগরাহাটে রোল অবজার্ভারের ওপরে হামলা, রাজীবের কাছে রিপোর্ট চাইল কমিশন
কলকাতা, ৪ জানুয়ারি (হি.স.): দক্ষিণ ২৪ পরগনার মগরাহাটে এসআইআর-এর শুনানির কাজ খতিয়ে দেখতে গিয়ে বিক্ষোভের মুখে পড়েছিলেন ইলেক্টোরাল রোল অবজার্ভার এস মুরুগান। তাঁর গাড়ি ভাঙচুর করা হয়। এই ঘটনায় রাজ্যের ডিজি রাজীব কুমারের কাছে অ্যাকশন টেকেন রিপোর্ট চেয়ে
মগরাহাটে রোল অবজার্ভারের ওপরে হামলা, রাজীবের কাছে রিপোর্ট চাইল কমিশন


কলকাতা, ৪ জানুয়ারি (হি.স.): দক্ষিণ ২৪ পরগনার মগরাহাটে এসআইআর-এর শুনানির কাজ খতিয়ে দেখতে গিয়ে বিক্ষোভের মুখে পড়েছিলেন ইলেক্টোরাল রোল অবজার্ভার এস মুরুগান। তাঁর গাড়ি ভাঙচুর করা হয়। এই ঘটনায় রাজ্যের ডিজি রাজীব কুমারের কাছে অ্যাকশন টেকেন রিপোর্ট চেয়ে পাঠাল নির্বাচন কমিশন। মঙ্গলবার অর্থাৎ ৬ জানুয়ারি বিকেল ৫টার মধ্যে রিপোর্ট জমা দিতে বলা হয়েছে। নির্বাচন কমিশন পশ্চিমবঙ্গের ডিজিপি রাজীব কুমারকে ৬ জানুয়ারি, মঙ্গলবার বিকেল ৫টার মধ্যে একটি অ্যাকশন টেকেন রিপোর্ট (এটিআর) জমা দিতে বলেছে।

---------------

হিন্দুস্থান সমাচার / সংবাদ




 

 rajesh pande