সোমবার সাগরদ্বীপ যাচ্ছেন মুখ্যমন্ত্রী
গঙ্গাসাগর, ৪ জানুয়ারি (হি. স.) : অবশেষে মুড়িগঙ্গা নদীর উপর তৈরি হতে চলেছে বহু চর্চিত গঙ্গাসাগর সেতু। তৈরি হবে ৪.৭৫ কিলোমিটার দীর্ঘ এই সেতু। সোমবার সাগরদ্বীপে যাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেখানেই একটি সরকারি অনুষ্ঠানের মঞ্চ থেকে বহুপ
গঙ্গাসাগরে সাজ সাজ রব


গঙ্গাসাগর, ৪ জানুয়ারি (হি. স.) : অবশেষে মুড়িগঙ্গা নদীর উপর তৈরি হতে চলেছে বহু চর্চিত গঙ্গাসাগর সেতু। তৈরি হবে ৪.৭৫ কিলোমিটার দীর্ঘ এই সেতু। সোমবার সাগরদ্বীপে যাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেখানেই একটি সরকারি অনুষ্ঠানের মঞ্চ থেকে বহুপ্রতীক্ষিত এই সেতুর শিলান্যাস করবেন মুখ্যমন্ত্রী। ইতিমধ্যেই সাগর এলাকায় বিরাট পুলিশ বাহিনী মোতায়েন করা হয়েছে। জেলাশাসক ও সুন্দরবন উন্নয়ন মন্ত্রী রবিবার সেখানে উপস্থিত ছিলেন। প্রশাসন সূত্রে জানা গিয়েছে, এই সেতুটি তৈরি হয়ে গেলে কাকদ্বীপের লট-৮ থেকে কচুবেড়িয়া পৌঁছোতে আর ভেসেল বা ফেরির উপর নির্ভর করতে হবে না। মুড়িগঙ্গা নদী পারাপারের জটিলতা দূর হবে। ফলে গঙ্গাসাগরের সঙ্গে মূল ভূখণ্ডের স্থায়ী ও নিরবচ্ছিন্ন যোগাযোগ গড়ে উঠবে। প্রশাসনের কর্তাদের মতে, এর ফলে গঙ্গাসাগর পর্যটনে এক নতুন দিগন্ত খুলে যাবে। দেশ-বিদেশের পর্যটকদের যাতায়াত যেমন সহজ হবে, তেমনই স্থানীয় অর্থনীতি ও কর্মসংস্থানের সুযোগও বাড়বে। এই সফরে সেতুর শিলান্যাসের পাশাপাশি গঙ্গাসাগর মেলার প্রস্তুতি খতিয়ে দেখবেন মুখ্যমন্ত্রী। মেলার পরিকাঠামো, নিরাপত্তা, স্বাস্থ্য পরিষেবা, পানীয় জল ও পরিবহণ ব্যবস্থা নিয়ে প্রশাসনিক আধিকারিকদের সঙ্গে বৈঠক করার কথা রয়েছে তাঁর। সোমবার মুখ্যমন্ত্রী কপিলমুনির আশ্রমে পুজো দিতে যেতে পারেন বলেও জানা গিয়েছে।

হিন্দুস্থান সমাচার / শুভদ্যুতি দত্ত




 

 rajesh pande