বিমার মেয়াদপূর্তির অর্থ ফেরতের নামে প্রতারণা
ফতেহাবাদ, ৪ জানুয়ারি (হি.স.): বিমা সংস্থা (এলআইসি)-র মেয়াদপূর্তির অর্থ ফেরত দেওয়ার নাম করে প্রতারণা| সাইবার প্রতারকদের ফাঁদে পড়ে বড় অঙ্কের অর্থ খোয়ালেন এক নার্সিং টিউটর। ঘটনায় ফতেহাবাদ সাইবার থানার পুলিশ মামলা রুজু করে তদন্ত শুরু করেছে। রবিবার পু
বিমার মেয়াদপূর্তির অর্থ ফেরতের নামে প্রতারণা


ফতেহাবাদ, ৪ জানুয়ারি (হি.স.): বিমা সংস্থা (এলআইসি)-র মেয়াদপূর্তির অর্থ ফেরত দেওয়ার নাম করে প্রতারণা| সাইবার প্রতারকদের ফাঁদে পড়ে বড় অঙ্কের অর্থ খোয়ালেন এক নার্সিং টিউটর। ঘটনায় ফতেহাবাদ সাইবার থানার পুলিশ মামলা রুজু করে তদন্ত শুরু করেছে।

রবিবার পুলিশ সূত্রে জানা গেছে, অভিযোগকারিণী বন্দনা রোহতকের বিশাল নগরের বাসিন্দা| তিনি বর্তমানে রাতিয়ার শহিদ উধম সিং নার্সিং কলেজে নার্সিং টিউটর হিসেবে কর্মরত। চলতি বছরের ১ জানুয়ারি সকালে তাঁর মোবাইলে একটি ফোন আসে। ফোনের অপরপ্রান্তে থাকা ব্যক্তি নিজেকে সংশ্লিষ্ট বিমা সংস্থার প্রতিনিধি পরিচয় দিয়ে জানান, বন্দনার পিতা কুলবীর সিংয়ের বিমার মেয়াদ পূর্ণ হয়েছে| সেই টাকা তাঁর ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাঠানো হবে।

প্রতারকের কথায় বিশ্বাস করে তাঁর নির্দেশ মেনে নেন বন্দনা। এরপর একটি ইউপিআই অ্যাপ মারফত বিভিন্ন অজুহাতে লেনদেন করানো হয়। অভিযোগ, প্রতারকের দেওয়া নির্দেশ অনুযায়ী ওই ইউপিআই অ্যাপে পিন দেওয়ার পরই তাঁর অ্যাকাউন্ট থেকে ৯৫ হাজার টাকা তুলে নেওয়া হয়।

ঘটনাটি বুঝতে পেরে তিনি সঙ্গে সঙ্গে ১৯৩০ নম্বরে অভিযোগ জানান। পরে ফতেহাবাদের সাইবার থানায় লিখিত অভিযোগের ভিত্তিতে মামলা দায়ের করা হয়েছে। পুলিশ জানিয়েছে, ঘটনার তদন্ত চলছে।

---------------

হিন্দুস্থান সমাচার / সৌমি বৈদ্য




 

 rajesh pande