কানাডার ওয়ার্ক ভিসার নামে দম্পতির থেকে প্রায় ১০ লক্ষ টাকার প্রতারণার অভিযোগ, তিনজনের বিরুদ্ধে মামলা
ফতেহাবাদ, ৪ জানুয়ারি (হি.স.): ওয়ার্ক ভিসার মাধ্যমে কানাডায় পাঠানোর প্রতিশ্রুতি দিয়ে হরিয়ানার ফতেহাবাদের এক দম্পতির কাছ থেকে প্রায় ১০ লক্ষ টাকা (আদতে ৯ লক্ষ ৯০ হাজার টাকা) প্রতারণার অভিযোগ উঠেছে। এই ঘটনায় মোহালির একটি কনসালটেন্সি সংস্থার আধিকারিক -
কানাডার ওয়ার্ক ভিসার নামে দম্পতির থেকে প্রায় ১০ লক্ষ টাকার প্রতারণার অভিযোগ, তিনজনের বিরুদ্ধে মামলা


ফতেহাবাদ, ৪ জানুয়ারি (হি.স.): ওয়ার্ক ভিসার মাধ্যমে কানাডায় পাঠানোর প্রতিশ্রুতি দিয়ে হরিয়ানার ফতেহাবাদের এক দম্পতির কাছ থেকে প্রায় ১০ লক্ষ টাকা (আদতে ৯ লক্ষ ৯০ হাজার টাকা) প্রতারণার অভিযোগ উঠেছে। এই ঘটনায় মোহালির একটি কনসালটেন্সি সংস্থার আধিকারিক -সহ তিনজনের বিরুদ্ধে মামলা দায়ের করেছে পুলিশ।

রবিবার পুলিশ সূত্রে জানা গিয়েছে, মোহাম্মদপুর রাহী গ্রামের বাসিন্দা কুলদীপ তাঁর স্ত্রী পূজাকে নিয়ে কানাডা যেতে আগ্রহী ছিলেন। সোশ্যাল মিডিয়ায় মোহালিভিত্তিক ‘রিচমন্ড এডুকেশন কনসালটেন্ট’-এর বিজ্ঞাপন দেখে যোগাযোগ করেন তিনি। পরে সংস্থার ডিরেক্টর করণদীপ সিং ও দুই কর্মী কমলদীপ কৌর এবং অমনদীপ সিং ওই দম্পতিকে ওয়ার্ক ভিসার আশ্বাস দেন।

অভিযোগ অনুযায়ী, বিভিন্ন ধাপে ভিসা, মেডিক্যাল, বায়োমেট্রিক ও অন্যান্য ফি বাবদ মোট ৯ লক্ষ ৯০ হাজার টাকা নেওয়া হলেও ভিসা দেওয়া হয়নি। এমনকি ভুয়ো এমপ্লয়মেন্ট কনট্র্যাক্ট দেওয়ার অভিযোগও উঠেছে।

ঘটনা জানাজানি হতেই ভুক্তভোগী দম্পতি পুলিশের দ্বারস্থ হন। পুলিশ তিন অভিযুক্তের বিরুদ্ধে প্রতারণার মামলা দায়ের করে তদন্ত শুরু করেছে।

---------------

হিন্দুস্থান সমাচার / সৌমি বৈদ্য




 

 rajesh pande