
মালদা, ৪ জানুয়ারি ( হি. স.)- গোপন সূত্রে খবর পেয়ে বড়সড় সাফল্য পেল মালদা বিভাগের রেলওয়ে সুরক্ষা বাহিনী (আরপিএফ)। মালদা টাউন রেল স্টেশনে অভিযান চালিয়ে ২১ কেজি মাদক (গাঁজা) উদ্ধার করা হয়েছে। ঘটনায় দু’জনকে গ্রেফতার করেছে আরপিএফ। ধৃতদের নাম হরি বর্মন ও ঈসাদুর আলি। দু’জনেরই বাড়ি জলপাইগুড়ি জেলায় বলে জানা গিয়েছে।আরপিএফ সূত্রে খবর, রবিবার মালদা টাউন স্টেশনের এক নম্বর প্ল্যাটফর্মে ব্রহ্মপুত্র মেল ঢোকার সময় সন্দেহভাজন যাত্রীদের ওপর নজর রাখা হয়। ট্রেন দাঁড়াতেই তল্লাশি চালান আরপিএফের আধিকারিকরা। সেই সময় সন্দেহভাজনদের সঙ্গে থাকা ব্যাগ থেকে বিপুল পরিমাণ গাঁজা উদ্ধার হয়। ওজন করে দেখা যায় উদ্ধার হওয়া গাঁজার পরিমাণ প্রায় ২১ কেজি।প্রাথমিক তদন্তে আরপিএফের অনুমান, ধৃতরা আন্তঃরাজ্য মাদক পাচার চক্রের সঙ্গে যুক্ত। উদ্ধার হওয়া গাঁজা কোথা থেকে আনা হচ্ছিল এবং কোথায় নিয়ে যাওয়ার পরিকল্পনা ছিল, তা জানতে ধৃতদের জিজ্ঞাসাবাদ চলছে। রবিবার দুপুরে ধৃতদের মালদা জেলা আদালতে পেশ করে আরপিএফ। আদালতের নির্দেশে তাদের পুলিশি হেফাজতে নিয়ে তদন্তের দাবি জানানো হয়েছে। ঘটনার পর রেলস্টেশন চত্বরে নিরাপত্তা আরও জোরদার করা হয়েছে।
হিন্দুস্থান সমাচার / এ. গঙ্গোপাধ্যায়