পশ্চিমবঙ্গের হিন্দুরা মমতা ও অভিষেককে উৎখাত করবে : গিরিরাজ সিং
পাটনা, ৪ জানুয়ারি (হি.স.): পশ্চিমবঙ্গের হিন্দুরা মমতা ও অভিষেককে উৎখাত করবে, জোর দিয়ে বললেন কেন্দ্রীয় মন্ত্রী তথা বিজেপি নেতা গিরিরাজ সিং। রবিবার পাটনায় সাংবাদিকদের মুখোমুখি হয়ে অভিষেক ব্যানার্জির সাম্প্রতিক মন্তব্য প্রসঙ্গে গিরিরাজ সিং বলেন, অভিষ
গিরিরাজ সিং


পাটনা, ৪ জানুয়ারি (হি.স.): পশ্চিমবঙ্গের হিন্দুরা মমতা ও অভিষেককে উৎখাত করবে, জোর দিয়ে বললেন কেন্দ্রীয় মন্ত্রী তথা বিজেপি নেতা গিরিরাজ সিং। রবিবার পাটনায় সাংবাদিকদের মুখোমুখি হয়ে অভিষেক ব্যানার্জির সাম্প্রতিক মন্তব্য প্রসঙ্গে গিরিরাজ সিং বলেন, অভিষেকের জ্ঞানের অভাব আছে। ভারতের সনাতন ধর্মে ভগবান বিষ্ণু শেষনাগের উপর বসেন। লক্ষণ ছিলেন শেষনাগের অবতার এবং তিনি অসুরদের ধ্বংস করেছিলেন। অতএব, অভিষেক ব্যানার্জির ভুলে যাওয়া উচিত নয় যে, আমরা লক্ষণ এবং রামের বংশধর এবং আমরা অসুরদের ধ্বংস করব। গণতন্ত্রে ক্ষমতা জনগণের হাতে। বাংলার হিন্দুরা অভিষেক ব্যানার্জি এবং মমতা ব্যানার্জিকে উৎখাত করবে।

---------------

হিন্দুস্থান সমাচার / সংবাদ




 

 rajesh pande