
গান্ধীনগর, ৪ জানুয়ারি (হি.স.): গুজরাটের গান্ধীনগরে ১০০ জনেরও বেশি সন্দেহভাজন টাইফয়েড আক্রান্তের সন্ধান পাওয়া গিয়েছে। রবিবার প্রশাসনিক কর্মকর্তারা জানিয়েছেন, গান্ধীনগর সিভিল হাসপাতালে শিশু-সহ ১০৪ জন রোগী বর্তমানে চিকিৎসাধীন। রোগীদের চিকিৎসার জন্য ২২ জন ডাক্তারের একটি বিশেষ দল গঠন করা হয়েছে। কী কারণে এত জন একসঙ্গে অসুস্থ হয়ে পড়লেন তা নিয়ে তদন্ত চলছে। সংগ্রহ করা হয়েছে এলাকার জলের নমুনা।
সম্প্রতি দূষিত জল খেয়ে ইন্দোরের ভগীরথপুরায় ২০০ জনেরও বেশি মানুষ আক্রান্ত হয়েছেন। মৃত্যু হয়েছে অন্তত ১০ জনের। এবার গত ৫ দিনের মধ্যে গান্ধীনগরে শিশু, মহিলা সহ মোট ১০৪ জনের টাইফয়েডে আক্রান্ত হওয়ার খবর সামনে এলো। সরকারি সূত্রের খবর, আক্রান্তদের মধ্যে বেশিরভাগেরই বয়স ১৮ বছরের কম।
হিন্দুস্থান সমাচার / সৌম্যজিৎ