
চাকদহ, ৫ জানুয়ারি (হি. স.) : নদীয়া জেলার ধনিচা উচ্চ বিদ্যালয়ের ৬২-তম প্রতিষ্ঠা দিবস উপলক্ষ্যে রবিবার বিদ্যালয় প্রাঙ্গণে বর্ণাঢ্য অনুষ্ঠানের আয়োজন করা হয়। দুই দিনব্যাপী এই উদ্যাপনে শিক্ষা, সংস্কৃতি ও সমাজসেবার সুন্দর মেলবন্ধন নজর কেড়েছে। হেল্থ চেক আপ ক্যাম্প, হ্যান্ডিক্র্যাফটস এগজিবিশন, ফুড ফেস্টিভ্যাল, রক্তদান শিবির ইত্যাদির আয়োজন করা হয়েছে। এদিকে ওই উপলক্ষে বিদ্যালয়ে উদ্বোধন করা হয় একটি আধুনিক গণিত পরীক্ষাগার, যা নদীয়া জেলায় সম্ভবত প্রথম। শিক্ষার্থীদের মধ্যে গণিতচর্চাকে আরও প্রাণবন্ত করতেই এই উদ্যোগ।
অন্যদিকে, প্রতিষ্ঠা দিবসের অঙ্গ হিসেবে এন.এস.এস. ইউনিট আয়োজন করে তাদের ১৭-তম ধারাবাহিক রক্তদান শিবির। স্বেচ্ছায় রক্তদান করেন ৫৩ জন। এর পাশাপাশি বিনামূল্যে স্বাস্থ্য ও চক্ষু পরীক্ষা শিবিরও অনুষ্ঠিত হয়েছে। উল্লেখ্য, এই বছর প্রথমবার আয়োজিত ফুড ফেস্টিভ্যাল ও হস্তশিল্প প্রদর্শনী শিক্ষার্থীদের সৃজনশীলতার পরিচয় দেয়। এছাড়াও আকর্ষণীয় বিজ্ঞান ও গণিত মডেল প্রদর্শনী ‘টিঙ্কার ফেস্ট - ২০২৬’ এবং লাইভ পেইন্টিং অনুষ্ঠান দুদিনের উদ্যাপনকে নতুন মাত্রা এনে দেয়। বাংলা ও ইংরেজি মাধ্যমের ওই শিক্ষা প্রতিষ্ঠান ক্রমেই জেলার শিক্ষাক্ষেত্রে ইতিবাচক দৃষ্টান্ত মেলে ধরেছে যা নিঃসন্দেহে প্রশংসাযোগ্য।
হিন্দুস্থান সমাচার / শুভদ্যুতি দত্ত