রানীনগরে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব প্রকাশ্যে, প্রাক্তন কর্মাধ্যক্ষ মিজান হাসানকে বেধড়ক মারধরের অভিযোগ
রানীনগর, ৬ জানুয়ারি ( হি. স.) :মুর্শিদাবাদের রানীনগরে পঞ্চায়েত সমিতিকে ঘিরে তৃণমূল কংগ্রেসের গোষ্ঠীদ্বন্দ্ব ফের প্রকাশ্যে চলে এল। প্রাক্তন পূর্ত কর্মাধ্যক্ষ ও বর্তমান রানীনগর পঞ্চায়েত সমিতির সদস্য মিজান হাসানকে বেধড়ক মারধর করার অভিযোগ উঠেছে দলে
রানীনগর থানা


রানীনগর, ৬ জানুয়ারি ( হি. স.) :মুর্শিদাবাদের রানীনগরে পঞ্চায়েত সমিতিকে ঘিরে তৃণমূল কংগ্রেসের গোষ্ঠীদ্বন্দ্ব ফের প্রকাশ্যে চলে এল। প্রাক্তন পূর্ত কর্মাধ্যক্ষ ও বর্তমান রানীনগর পঞ্চায়েত সমিতির সদস্য মিজান হাসানকে বেধড়ক মারধর করার অভিযোগ উঠেছে দলেরই এক গোষ্ঠীর বিরুদ্ধে। ঘটনাকে কেন্দ্র করে মঙ্গলবার রানীনগর এলাকায় তীব্র উত্তেজনা ছড়িয়ে পড়ে।অভিযোগ, মঙ্গলবার দুপুরে রানীনগর বাজারের মধ্যেই মিজান হাসানের উপর আচমকা হামলা চালানো হয়। লোহার রড দিয়ে তাঁর মাথায় আঘাত করা হয় বলে অভিযোগ। হামলায় গুরুতরভাবে আহত হন তিনি। ঘটনাস্থলেই রক্তাক্ত অবস্থায় লুটিয়ে পড়েন মিজান হাসান। স্থানীয় লোকজন দ্রুত তাঁকে উদ্ধার করে প্রথমে রানীনগর ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসার পর তাঁর অবস্থার অবনতি হওয়ায় মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তরিত করা হয়। বর্তমানে সেখানেই তিনি চিকিৎসাধীন।ঘটনার খবর ছড়িয়ে পড়তেই রানীনগর বাজার ও আশপাশের এলাকায় চাঞ্চল্য ছড়ায়। দলীয় গোষ্ঠীদ্বন্দ্ব থেকেই এই হামলা বলে অভিযোগ উঠেছে। যদিও অভিযুক্ত গোষ্ঠীর তরফে অভিযোগ অস্বীকার করা হয়েছে।খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় রানীনগর থানার পুলিশ। গোটা ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

হিন্দুস্থান সমাচার / এ. গঙ্গোপাধ্যায়




 

 rajesh pande