



কলকাতা, ৫ জানুয়ারি ( হি. স.): তরুণ প্রজন্মের সার্বিক বিকাশ এবং সচেতনতা বৃদ্ধির মধ্য দিয়েই হবে সমাজের প্রকৃত বিকাশ । আর সেই লক্ষ্যেই প্রতি বছরের মতো এবছরেও আশুতোষ কলেজের পক্ষ থেকে আয়োজন করা হয়েছে স্টুডেন্টস উইক সেলিব্রেশন। শিক্ষার্থীদের সৃষ্টিশীলতাকে তুলে ধরার জন্য গোটা সপ্তাহ জুড়ে চলছে বিভিন্ন প্রতিযোগিতা ও অনুষ্ঠান । এর সঙ্গে রাখা হয়েছে সাম্প্রতিক তাৎপর্যপূর্ণ বিষয় ভিত্তিক সচেতনতামূলক আলোচনা পর্ব । ১ জানুয়ারি থেকে শুরু হওয়া এই অনুষ্ঠান চলবে ৮
জনুয়ারি পর্যন্ত ।
আটদিন ব্যাপী এই অনুষ্ঠানের ষষ্ঠ দিনে মঙ্গলবার আয়োজন করা হয়েছে বিশেষ প্রশিক্ষণ পর্ব এবং কর্মসংস্থান মেলা । কলেজ স্তর থেকেই ছাত্র - ছাত্রীদের স্বনির্ভর করে তোলার লক্ষ্যে নেওয়া হয়েছে এই উদ্যোগ । এই কর্মসংস্থান মেলার আয়োজন হয় আশুতোষ কলেজের কর্মসংস্থান শাখা এবং অনুদীপ ফাউন্ডেশনের যৌথ উদ্যোগে । এদিন সব মিলিয়ে অংশ নিয়েছে একশোরও বেশি ছাত্র - ছাত্রী। সংস্থার পক্ষ থেকে আসা কর্মীরা সরাসরি কথপোকথনের মাধ্যমে জেনে নেওয়ার চেষ্টা করেন প্রত্যেকের ভবিষ্যত পরিকল্পনা। শুধু তাই নয় , আলাপ আলোচনার মাধ্যমে তাদের সঠিক পথে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য যোগানো হয় অনুপ্রেরণা । আলোচনার পাশাপাশি চলতে থাকে কাউন্সেলিংও ।
উল্লেখ্য, অনুদীপ ফাউন্ডেশন মূলত একটি এনজিও সংস্থা, যারা ছাত্র ছাত্রীদের কর্মসংস্থানের সুযোগ করে দেয় । এই প্রতিষ্ঠানটির অর্থ সংস্থান হয় হিন্দুস্থান ইউনিলিভার লিমিটেডের পক্ষ থেকে । শুধু পুঁথিগত বিদ্যায় নয় , হাতেকলমে প্রশিক্ষণের মধ্য দিয়ে শিক্ষার্থীদের কর্মক্ষেত্রের ধরন সম্পর্কে আগাম ধারণা দেওয়াও এই এনজিও - র উদ্দেশ্য ।
---------------
হিন্দুস্থান সমাচার / সৃজিতা বসাক