নিখোঁজ ব্যক্তির ঝুলন্ত দেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য ফুলবাড়িতে
শিলিগুড়ি, ৬ জানুয়ারি (হি.স.) : শিলিগুড়ির ফুলবাড়ির চুনাভাটি এলাকায় ঝুলন্ত অবস্থায় এক নিখোঁজ ব্যক্তির দেহ উদ্ধার করা হয়েছে। নিহত ব্যক্তির নাম মোহাম্মদ খাদেম (৫৬)। তিনি ডাবগ্রাম-ফুলবাড়ি বিধানসভা নির্বাচনী এলাকার ফুলবাড়ি ২ নম্বর গ্রাম পঞ্চায়ে
নিখোঁজ ব্যক্তির ঝুলন্ত দেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য ফুলবাড়িতে


শিলিগুড়ি, ৬ জানুয়ারি (হি.স.) : শিলিগুড়ির ফুলবাড়ির চুনাভাটি এলাকায় ঝুলন্ত অবস্থায় এক নিখোঁজ ব্যক্তির দেহ উদ্ধার করা হয়েছে। নিহত ব্যক্তির নাম মোহাম্মদ খাদেম (৫৬)। তিনি ডাবগ্রাম-ফুলবাড়ি বিধানসভা নির্বাচনী এলাকার ফুলবাড়ি ২ নম্বর গ্রাম পঞ্চায়েতের চুনাভাটি এলাকার বাসিন্দা ছিলেন। পেশায় তিনি একজন ট্যাক্সি চালক ছিলেন।

মোহাম্মদ খাদেম সোমবার রাত থেকে নিখোঁজ ছিলেন। সারা রাত খোঁজাখুঁজির পর মঙ্গলবার সকালে তার বাড়ির কাছে একটি গাছ থেকে ঝুলন্ত অবস্থায় তার দেহ উদ্ধার করা হয়। এই ঘটনায় চুনাভাটি এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। ঘটনার খবর পেয়ে এনজেপি থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতালে পাঠায়। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।

হিন্দুস্থান সমাচার / সোনালি




 

 rajesh pande