
শিলিগুড়ি, ৬ জানুয়ারি (হি.স.): শিলিগুড়ির ফাঁসিদেওয়া ব্লকের বিধাননগর এলাকায় একটি রাষ্ট্রায়ত্ত ব্যাংকের ভেতরে নিরাপত্তারক্ষীর বন্দুক নিচে পড়ে তা থেকে আচমকা গুলি চলায় এক শিশু সহ অন্তত ৫ জন জখম হয়েছেন। মঙ্গলবার দুপুরে এই ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। আহতদের উদ্ধার করে দ্রুত হাসপাতালে ভর্তি করা হয়। ঘটনার পর থমথমে পুরো এলাকা, বন্ধ করে দেওয়া হয়েছে ব্যাংকের পরিষেবা।
মঙ্গলবার দুপুর তখন আনুমানিক দেড়টা। ব্যাংকের ভেতরে গ্রাহকদের উপচে পড়া ভিড় ছিল। টাকা জমা দেওয়া ও তোলার লাইনে দাঁড়িয়েছিলেন বহু মানুষ। প্রত্যক্ষদর্শীদের বয়ান অনুযায়ী, ঠিক সেই সময়ই ব্যাংকের ভেতরে বিকট শব্দে গুলি চলে। মুহূর্তের মধ্যে হুড়োহুড়ি পড়ে যায় গ্রাহকদের মধ্যে। রক্তাক্ত অবস্থায় মেঝেতে লুটিয়ে পড়েন ৫ জন। জখমদের মধ্যে দুজন মহিলা, দুজন পুরুষ এবং এক শিশু রয়েছে। জখমরা হলেন, মেরি নাগ (৩৭), সোনালি নাগ (১৪), মহম্মদ নুরুল হক (৩৫), সঞ্জীতা পাহান (৪১) এবং বিপ্লব সিংহ (৩০)।
প্রাথমিক তদন্তে পুলিশ জানতে পেরেছে, ব্যাংকের পাহারায় নিযুক্ত নিরাপত্তারক্ষী যখন ভেতরে ঢোকেন, তখন অসাবধানতাবশত তাঁর হাত থেকে বন্দুকটি নীচে পড়ে যায়। মেঝেতে আছাড় লাগতেই বন্দুক থেকে গুলি ছিটকে আসে এবং সামনে দাঁড়িয়ে থাকা গ্রাহকদের শরীরে লাগে। তবে বন্দুকটি ‘সেফটি লক’ করা ছিল কি না, কিংবা সেটি আদৌ যান্ত্রিক ত্রুটির কারণে চলল কি না, তা নিয়ে ধোঁয়াশা তৈরি হয়েছে।
খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় বিধাননগর থানার পুলিশ। আহতদের প্রথমে বিধাননগর প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়া হলেও শারীরিক অবস্থার অবনতি হওয়ায় তাঁদের উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতালে স্থানান্তরিত করা হয়। সেখান থেকেও পরে শিলিগুড়ির একটি বেসরকারি হাসপাতালে পাঠানো হয়।
হাসপাতাল সূত্রে খবর, আহতদের অবস্থা আপাতত স্থিতিশীল। ব্যাংকের কর্মীরা সুরক্ষিত থাকলেও চরম আতঙ্কের কারণে ব্যাংকের কাজ আপাতত বন্ধ রাখা হয়েছে। ঘিরে রাখা হয়েছে পুরো চত্বর।
হিন্দুস্থান সমাচার / সোনালি