বেহাল রাস্তা সংস্কারের দাবিতে গ্রামবাসীদের আন্দোলন
বাঁকুড়া, ৪ জানুয়ারি (হি.স.): বেহাল রাস্তা সংস্কারের দাবিতে আন্দোলনে নামলেন গঙ্গাজলঘাটি ব্লকের একাধিক গ্রামের বাসিন্দারা। বড়বাইদ, রানীপুর, সীতারামপুর, ঘটকগ্রাম-সহ প্রায় ১০টি গ্রামের মানুষ শনিবার ও রবিবার পথে নেমে প্রতিবাদ জানান। গ্রামবাসীদের অভিযোগ
বেহাল রাস্তা সংস্কারের দাবিতে গ্রামবাসীদের আন্দোলন


বাঁকুড়া, ৪ জানুয়ারি (হি.স.): বেহাল রাস্তা সংস্কারের দাবিতে আন্দোলনে নামলেন গঙ্গাজলঘাটি ব্লকের একাধিক গ্রামের বাসিন্দারা। বড়বাইদ, রানীপুর, সীতারামপুর, ঘটকগ্রাম-সহ প্রায় ১০টি গ্রামের মানুষ শনিবার ও রবিবার পথে নেমে প্রতিবাদ জানান।

গ্রামবাসীদের অভিযোগ, ঘটকপুকুর এলাকার একটি বেসরকারি কারখানার ভারী লরি-ট্রলারের অবাধ চলাচলে রাস্তা চরমভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। ছোট-বড় গর্তে ভরে গিয়েছে রাস্তা, তার উপর রাস্তার ধারে মাটি ও বালির স্তূপ রাখায় পথ আরও সংকীর্ণ হয়ে পড়েছে। ধুলোর কারণে দৃশ্যমানতা কমে যাচ্ছে এবং সাইকেল বা বাইক চলাচলও বিপজ্জনক হয়ে উঠছে।

স্থানীয়দের দাবি, এই রাস্তা দিয়ে প্রতিদিন ছাত্রছাত্রী, কৃষক, রোগী ও অফিসযাত্রীরা যাতায়াত করেন। সাম্প্রতিক সময়ে মোটরবাইক থেকে পড়ে দু’জন আহত হয়েছেন। এছাড়াও একাধিক শিক্ষার্থী ও চাষি দুর্ঘটনার শিকার হয়েছেন।

গ্রামবাসীদের অভিযোগ, ঠিকাদার ও কারখানা কর্তৃপক্ষকে বারবার রাস্তার ধারে জমে থাকা মাটি সরানো ও রাস্তা মেরামতির আবেদন জানানো হলেও কোনও ব্যবস্থা নেওয়া হয়নি। ভবিষ্যতে যাতে প্রাণহানি না ঘটে, সেই আশঙ্কা থেকেই বছরের প্রথম শনি ও রবিবার আন্দোলনে নামতে বাধ্য হয়েছেন তাঁরা।

---------------

হিন্দুস্থান সমাচার / সোমনাথ বরাট




 

 rajesh pande