আরপিএফের অভিযানে টাটানগরে মাদক সহ গ্রেফতার দুই
পূর্ব সিংভূম, ৪ জানুয়ারি (হি.স.): মাদক পাচার রুখতে বড় সাফল্য পেল রেলওয়ে সুরক্ষা বাহিনী (আরপিএফ)। টাটানগর রেল স্টেশনে অভিযান চালিয়ে প্রায় ৬.০৮ কেজি মাদক (গাঁজা)-সহ দুই পাচারকারীকে গ্রেফতার করেছে আরপিএফ। রবিবার আরপিএফ সূত্রে জানা গিয়েছে, উদ্ধার হওয়া
আরপিএফের অভিযানে টাটানগরে মাদক সহ গ্রেফতার দুই


পূর্ব সিংভূম, ৪ জানুয়ারি (হি.স.): মাদক পাচার রুখতে বড় সাফল্য পেল রেলওয়ে সুরক্ষা বাহিনী (আরপিএফ)। টাটানগর রেল স্টেশনে অভিযান চালিয়ে প্রায় ৬.০৮ কেজি মাদক (গাঁজা)-সহ দুই পাচারকারীকে গ্রেফতার করেছে আরপিএফ।

রবিবার আরপিএফ সূত্রে জানা গিয়েছে, উদ্ধার হওয়া মাদকের (গাঁজা) আনুমানিক বাজারমূল্য প্রায় ৩ লক্ষ ৫০ হাজার টাকা। প্রাথমিক তদন্তে জানা গিয়েছে, রেলপথের পরিবহন ব্যবহার করে পরিকল্পিতভাবে মাদক (গাঁজা) পাচারের চেষ্টা করা হচ্ছিল।

ধৃত দুই অভিযুক্ত বিহারের পশ্চিম চম্পারণ জেলার বাসিন্দা। উদ্ধার করা গাঁজা-সহ অভিযুক্তদের টাটানগর রেল থানার হাতে তুলে দেওয়া হয়েছে। ঘটনার তদন্ত চলছে।

---------------

হিন্দুস্থান সমাচার / সৌমি বৈদ্য




 

 rajesh pande