
মুম্বই, ৪ জানুয়ারি (হি.স.): বিএমসি নির্বাচনের জন্য ইস্তেহার প্রকাশ করলো ঠাকরে ভাইয়েরা। একইসঙ্গে বিজেপির বিরুদ্ধে তীব্র আক্রমণ শানাল। শিবসেনা (ইউবিটি) প্রধান উদ্ধব ঠাকরে এবং এমএনএস প্রধান রাজ ঠাকরে যৌথভাবে রবিবার সাংবাদিক সম্মেলন করেছেন। আসন্ন বিএমসি নির্বাচনের জন্য তাঁরা নির্বাচনী ইস্তেহার প্রকাশ করেন।
উদ্ধব ঠাকরে এদিন বলেন, এটা এখন গণতন্ত্র নয়, ভোট চুরি করার সময় হাতেনাতে ধরা পড়লেও, এখন ওরা প্রার্থী চুরি করতে শুরু করেছে। আমরা নির্বাচন কমিশনকে চ্যালেঞ্জ জানাই, রিটার্নিং অফিসারদের সমস্ত কল রেকর্ড দেখান, আমরা দেখতে চাই। রাজ ঠাকরে বলেন, পশ্চিমবঙ্গের বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত প্রার্থীদের বিরুদ্ধে বিজেপি সুপ্রিম কোর্টে গিয়েছিল, আমি জানতে চাই, মহাযুতির বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত প্রার্থীদের সম্পর্কে একই দল এখন কী ভাবছে। কেউ স্থায়ী ক্ষমতা নিয়ে আসে না, যদি তারা মনে করে যে তাদের কখনওই সরকার থেকে সরানো হবে না, তবে তাদের পুনর্বিবেচনা করা উচিত। আমি বছরের পর বছর ধরে এটি বলে আসছি, তারা মহারাষ্ট্রকে উত্তর প্রদেশ এবং বিহারে পরিণত করছে। মহারাষ্ট্র দেশকে দিকনির্দেশনা দেখিয়েছে। যারা রাজনীতিতে আসতে চায় তারা তাদের মতাদর্শ পরিবর্তন করছে।
---------------
হিন্দুস্থান সমাচার / সংবাদ