সুরাটে সকাল ৬টা থেকে ৮টা পর্যন্ত ঘুড়ি ওড়ানোয় নিষেধাজ্ঞা, ৫ জানুয়ারি থেকে কার্যকর
সুরাট , ৪ জানুয়ারি (হি.স.): উত্তরায়ণ উৎসবকে কেন্দ্র করে দুর্ঘটনা ও প্রাণহানি রোধে সুরাট শহর পুলিশ কড়াকড়ি নির্দেশ জারি করেছে। আগামী ৫ জানুয়ারি থেকে প্রতিদিন সকাল ৬টা থেকে ৮টা পর্যন্ত ঘুড়ি ওড়ানো সম্পূর্ণ নিষিদ্ধ থাকবে। এই নির্দেশ ৫ জানুয়ারি থেকে ১৬
সুরাটে সকাল ৬টা থেকে ৮টা পর্যন্ত ঘুড়ি ওড়ানোয় নিষেধাজ্ঞা, ৫ জানুয়ারি থেকে কার্যকর


সুরাট , ৪ জানুয়ারি (হি.স.): উত্তরায়ণ উৎসবকে কেন্দ্র করে দুর্ঘটনা ও প্রাণহানি রোধে সুরাট শহর পুলিশ কড়াকড়ি নির্দেশ জারি করেছে। আগামী ৫ জানুয়ারি থেকে প্রতিদিন সকাল ৬টা থেকে ৮টা পর্যন্ত ঘুড়ি ওড়ানো সম্পূর্ণ নিষিদ্ধ থাকবে। এই নির্দেশ ৫ জানুয়ারি থেকে ১৬ জানুয়ারি পর্যন্ত কার্যকর থাকবে।

রবিবার পুলিশ কমিশনারের জারি করা নিষেধাজ্ঞায় জানানো হয়েছে, জনপথে ঘুড়ি ওড়ানো, ঝুঁকিপূর্ণ ছাদ থেকে ঘুড়ি ওড়ানোর লড়াই করা এবং কাটা ঘুড়ি বা সুতো ধরতে রাস্তায় দৌড়ানো নিষিদ্ধ। ঘুড়ির সুতোয় গলা কাটা, দুর্ঘটনা এবং পাখির মৃত্যুর ঘটনা ঠেকাতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

এছাড়া নাইলন, সিন্থেটিক উপাদান, কাচের গুঁড়ো বা লোহার গুঁড়ো মেশানো চাইনিজ মাঞ্জা বিক্রি, মজুত ও ব্যবহার সম্পূর্ণ নিষিদ্ধ করা হয়েছে। অনলাইন মাধ্যমে এই ধরনের সুতো বা প্লাস্টিক ডোর কেনাবেচাও বেআইনি ঘোষণা করা হয়েছে। আগুন লাগার ঝুঁকি থাকায় চাইনিজ স্কাই ল্যান্টার্ন (তুক্কল) কেনা, বিক্রি ও ওড়ানোয় নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।

পুলিশ নির্দেশে আরও বলা হয়েছে, অতিরিক্ত শব্দযুক্ত লাউডস্পিকার বাজানো এবং ঘুড়িতে উসকানিমূলক বা আপত্তিকর লেখা ব্যবহার করা যাবে না। নির্দেশ অমান্য করলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। পুলিশ প্রশাসনের পক্ষ থেকে নাগরিকদের নিরাপদ ও দায়িত্বশীলভাবে উত্তরায়ণ পালনের আবেদন জানানো হয়েছে।

---------------

হিন্দুস্থান সমাচার / সৌমি বৈদ্য




 

 rajesh pande