লরির সঙ্গে টোটোর ধাক্কা, মৃত দুই টোটো যাত্রী
বীরভূম, ৪ জানুয়ারি (হি.স.): জাতীয় সড়কে দুর্ঘটনায় মৃত্যু হল দু''জনের। রবিবার দুপুরে ১৪ নম্বর জাতীয় সড়কের উপর বীরভূমের নলহাটি থানার চামটি বাগান সংলগ্ন পালোয়ান বাবা পিরতলার কাছে দুর্ঘটনাটি ঘটে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, নলহাটিগামী একটি পেঁয়াজ ভর্তি ল
লরির সঙ্গে টোটোর ধাক্কা, মৃত দুই টোটো যাত্রী


বীরভূম, ৪ জানুয়ারি (হি.স.): জাতীয় সড়কে দুর্ঘটনায় মৃত্যু হল দু'জনের। রবিবার দুপুরে ১৪ নম্বর জাতীয় সড়কের উপর বীরভূমের নলহাটি থানার চামটি বাগান সংলগ্ন পালোয়ান বাবা পিরতলার কাছে দুর্ঘটনাটি ঘটে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, নলহাটিগামী একটি পেঁয়াজ ভর্তি লরির সঙ্গে টোটোর ধাক্কায় মৃত্যু হয়েছে দু'জন টোটো যাত্রীর। দুর্ঘটনার পরেই এলাকায় উত্তেজনার সৃষ্টি হয়। এলাকায় পুলিশ পৌঁছে উত্তেজনা সামাল দেওয়ার চেষ্টা চালায়। মৃতদের পরিচয় এখনও জানা যায়নি। মৃতদেহ দু'টি উদ্ধার করে পুলিশ রামপুরহাট মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠিয়েছে|

হিন্দুস্থান সমাচার / সৌম্যজিৎ




 

 rajesh pande