
গুয়াহাটি, ৪ জানুয়ারি (হি.স.) : নিউ বঙাইগাঁও ওয়ার্কশপে পরিকাঠামো এবং পরিচালন ক্ষেত্রে উল্লেখযোগ্য মাইলফলক অর্জন করেছে উত্তরপূর্ব সীমান্ত রেলওয়ে।
আজ রবিবার উত্তরপূর্ব সীমান্ত রেলওয়ের মুখ্য জনসংযোগ আধিকারিক কপিঞ্জল কিশোর শর্মা এক প্রেস বার্তায় জানান, সিঅ্যান্ডডব্লিউ ওয়ার্কশপ, নিউ বঙাইগাঁও-কে রেলওয়ে বোর্ড ২০২৪-এ রাজভাষার অসাধারণ বাস্তবায়নের জন্য রেল মন্ত্রালয়, রাজভাষা শিল্ড এবং নগদ ১৪ হাজার টাকা দিয়ে পুরস্কৃত করেছে, যা উত্তরপূর্ব সীমান্ত রেলওয়েকে গৌরবান্বিত করেছে।
নিউ বঙাইগাঁও ওয়ার্কশপ অ্যাসেম্বলড ডেমু ডিপিসি বগির জন্য একটি স্বদেশী টেস্ট বেঞ্চও তৈরি করেছে, যার ফলে ট্র্যাকশন মোটরের প্রি-ইনস্টলেশন টেস্টিং এবং ত্রুটি দ্রুত শনাক্ত করতে সম্ভব হয়েছে। এই সিস্টেমে এক ঘণ্টার বাধ্যতামূলক রান টেস্ট, ভাইব্রেশন ও বেয়ারিংয়ের তাপমাত্রার রিয়েল-টাইম পর্যবেক্ষণ এবং হাই-অ্যাকিউরেসি ডায়াল গেজ ব্যবহার করে সুনির্দিষ্ট ব্যাকল্যাশ পরিমাপ অন্তর্ভুক্ত রয়েছে, যার ফলে সময় ও ম্যানপাওয়ারের উল্লেখযোগ্যভাবে সাশ্রয় হয়।
২৫টি কোচের জন্য রোলিং স্টক প্রোগ্রাম বরাদ্দ হওয়ার পর নিউ বঙাইগাঁও ওয়ার্কশপে এলএইচবি কোচের মিড্-লাইফ রিহ্যাবিলিটেশন (এমএলআর) সফলভাবে শুরু করা হয়েছে। কার্যকর পরিকল্পনা এবং উপলব্ধ সম্পদের উপযুক্ত ব্যবহারের মাধ্যমে, আইসিএফ পিরিয়ডিক ওভারহলিং (পিওএইচ) কার্যক্রমকে নতুন লাইট কোচ রিপেয়ার শপে (এলসিআরএস) স্থানান্তরের পর, পুরনো কোচ লিফটিং শপ (সিএলএস)-এর ব্যবহার করে অন্তর্বর্তীকালীন ব্যবস্থা তৈরি করা হয়। এই সক্রিয় পদক্ষেপগুলির ফলে এমএলআর কার্যক্রম সুগমভাবে শুরু করা সম্ভব হয়েছে, এবং দীর্ঘমেয়াদি রক্ষণাবেক্ষণ পরিকাঠামোকে শক্তিশালী করার জন্য একটি ডেডিকেটেড এমএলআর শেড নির্মাণের প্রস্তাবনা এগিয়ে নিয়ে যাওয়া হচ্ছে।
উত্তরপূর্ব সীমান্ত রেলওয়ে পুরনো ওয়াগন পেইন্ট শপ থেকে ডেমু রেকগুলির সমস্ত পিওএইচ (পিরিয়ডিক ওভারহলিং) কার্যক্রম সফলভাবে নিউ বঙাইগাঁও ওয়ার্কশপের নতুন চালু হওয়া ডেমু শেডে স্থানান্তর করেছে। ২০২১-২২ সালের পরিকাঠামো ডেভেলপমেন্ট পদক্ষেপের অধীনে পরিকল্পিত এই আধুনিক কাভারড সুবিধা কার্যক্রমের দক্ষতা বৃদ্ধি করেছে, ওয়ার্কফ্লো সুবিন্যস্ত করেছে এবং সুরক্ষা ও উৎপাদনশীলতা উন্নত করেছে, ফলে রোলিং স্টক রক্ষণাবেক্ষণের সক্ষমতা মজবুত হয়েছে।
এই সাফল্যগুলি উত্তরপূর্ব সীমান্ত রেলওয়ের পরিকাঠামো, উদ্ভাবন এবং পরিচালন দক্ষতার উপর ধারাবাহিক গুরুত্বারোপকে তুলে ধরে। যার ফলে সুরক্ষিত ও নির্ভরযোগ্য রেল চলাচলকে আরও শক্তিশালী হয়েছে বলে দাবি করা হয়েছে প্রেস বার্তায়।
হিন্দুস্থান সমাচার / সমীপ কুমার দাস