
বীরভূম, ৪ জানুয়ারি ( হি. স.)- দায়িত্ব গ্রহণের পর সংগঠনকে শক্তিশালী করার বার্তা নিয়ে রবিবার বীরভূম জেলার সাঁইথিয়া শহরে একাধিক কর্মসূচির আয়োজন করলেন ভারতীয় জনতা পার্টির বীরভূম সাংগঠনিক জেলার জেলা সভাপতি হিসেবে উদয় শঙ্কর ব্যানার্জী। রবিবার তিনি সাঁইথিয়ার ঐতিহ্যবাহী মা নন্দিকিশ্বরী মাতার মন্দিরে পূজার্চনা করেন। পূজার্চনার সময় জেলা সভাপতির সঙ্গে উপস্থিত ছিলেন বীরভূম বিজেপির সাধারণ সম্পাদক বিশ্বজিৎ সাহা সহ দলের অন্যান্য স্থানীয় নেতা-কর্মীরা। মন্দিরে পুজোর মাধ্যমে মা নন্দিকিশ্বরীর আশীর্বাদে সংগঠনকে আরও মজবুত করা এবং বীরভূম জেলার সাধারণ মানুষের কল্যাণে নিরলসভাবে কাজ করার শক্তি ও প্রেরণা কামনা করা হয়। পুজো শেষে বিজেপির উদ্যোগে সাঁইথিয়া শহর জুড়ে একটি বাইক র্যালির আয়োজন করা হয়। এই র্যালি শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ রাস্তা পরিক্রমা করে। বাইক র্যালির মাধ্যমে দলের ঐক্য, শৃঙ্খলা ও সাংগঠনিক শক্তির বার্তা মানুষের কাছে তুলে ধরা হয়। র্যালি শেষে জেলা সভাপতি উদয় শংকর ব্যানার্জীকে দলের নেতাকর্মী ও সমর্থকদের পক্ষ থেকে ফুলের তোড়া দিয়ে উষ্ণ অভ্যর্থনা জানানো হয়। পুরো কর্মসূচিকে ঘিরে সাঁইথিয়া শহরের রাজনৈতিক মহলে উল্লেখযোগ্য চর্চা শুরু হয়েছে।
হিন্দুস্থান সমাচার / এ. গঙ্গোপাধ্যায়