
পাটনা, ৪ জানুয়ারি (হি.স.): বিহারে ক্রমাগত শৈত্যপ্রবাহের জেরে জনজীবন বিপর্যস্ত হয়ে উঠেছে। রাজধানী পাটনা-সহ একাধিক জেলায় তাপমাত্রা উল্লেখযোগ্যভাবে নেমে যাওয়ায় ছাত্রছাত্রীদের সুরক্ষার কথা মাথায় রেখে জেলা প্রশাসন এক গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়েছে। পাটনার জেলাশাসক নির্দেশ জারি করে অষ্টম শ্রেণি পর্যন্ত সমস্ত সরকারি ও বেসরকারি বিদ্যালয়ে পাঠদান সাময়িকভাবে বন্ধ রাখার ঘোষণা করেছেন।
রবিবার জেলাশাসকের জারি করা নির্দেশ অনুযায়ী, প্রি-স্কুল ও অঙ্গনওয়াড়ি কেন্দ্র-সহ অষ্টম শ্রেণি পর্যন্ত সমস্ত শিক্ষাপ্রতিষ্ঠানে আগামী ৮ জানুয়ারি পর্যন্ত শিক্ষাকর্মকাণ্ড বন্ধ থাকবে। এই নির্দেশ ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতা, ২০২৩–এর ১৬৩ ধারা অনুযায়ী জারি করা হয়েছে।
অষ্টম শ্রেণির ঊর্ধ্বে শ্রেণিগুলির পাঠদান নির্দিষ্ট সময়সীমার মধ্যে পরিচালিত হবে। নির্দেশে বলা হয়েছে, ওই শ্রেণিগুলির ক্লাস সকাল ১০টা ৩০ মিনিট থেকে বিকেল ৩টা ৩০ মিনিটের মধ্যে চলবে।
তবে বোর্ড বা প্রি-বোর্ড পরীক্ষার জন্য নির্ধারিত বিশেষ ক্লাস ও পরীক্ষা এই নিষেধাজ্ঞার আওতার বাইরে থাকবে। প্রশাসনের মতে, এতে একদিকে যেমন ছোটদের ঠান্ডা থেকে সুরক্ষা দেওয়া যাবে, তেমনই পরীক্ষার্থীদের শিক্ষাগত ক্ষতিও কমানো সম্ভব হবে।
এই নির্দেশ ৮ জানুয়ারি পর্যন্ত কার্যকর থাকবে। ইতিমধ্যেই নির্দেশের প্রতিলিপি সংশ্লিষ্ট প্রশাসনিক ও শিক্ষা দফতরের আধিকারিকদের কাছে পাঠানো হয়েছে।
---------------
হিন্দুস্থান সমাচার / সৌমি বৈদ্য