বিশ্ববাংলা বিশ্ববিদ্যালয়ে উপাচার্যর বিরুদ্ধে পোস্টার
বীরভূম, ৪ জানুয়ারি (হি.স.): তিন মাস আগে বিশ্ববাংলা বিশ্ববিদ্যালয়ের নতুন উপাচার্য হিসেবে অধ্যাপক আবু তালেব খানের নাম ঘোষণা হওয়ার পরেও তিনি কেন উপাচার্য পদে যোগ দিচ্ছেন না এই অভিযোগ তুলে বিশ্ববাংলা বিশ্ববিদ্যালয়ে পড়ল পোস্টার। শনিবার গভীর রাতে বিশ্বব
বিশ্ববাংলা বিশ্ববিদ্যালয়ে উপাচার্যর বিরুদ্ধে পোস্টার


বীরভূম, ৪ জানুয়ারি (হি.স.): তিন মাস আগে বিশ্ববাংলা বিশ্ববিদ্যালয়ের নতুন উপাচার্য হিসেবে অধ্যাপক আবু তালেব খানের নাম ঘোষণা হওয়ার পরেও তিনি কেন উপাচার্য পদে যোগ দিচ্ছেন না এই অভিযোগ তুলে বিশ্ববাংলা বিশ্ববিদ্যালয়ে পড়ল পোস্টার। শনিবার গভীর রাতে বিশ্ববাংলা বিশ্ববিদ্যালয়ের গেটে পোস্টারগুলি দেওয়া হয়েছে। সেখানে লেখা হয়েছে, বিশ্ববাংলা বিশ্ববিদ্যালয়কে দ্বিতীয় আলিয়া হতে দেব না। তিন মাস আগে উপাচার্য পদের নিয়োগপত্র পেয়েও যোগদান করছেন না কেন? এ.টি খান জবাব দাও। আবার পোস্টারে কোথাও লেখা হয়েছে, আচার্য নয়, আমিই উপাচার্য শেষ কথা। এতো ঔদ্ধত্য কেন? বিশ্ববাংলা বিশ্ববিদ্যালয়ের চেম্বার, শীতাতপ নিয়ন্ত্রণ যন্ত্র, লিফট, শ্রেণিকক্ষ, পড়ুয়া, ফ্যাকাল্টি আপনার চোখে কেউই ভাল নন। তা হলে কিসের লোভে উপাচার্য পদে কবিগুরুর মাটিতে আসতে চাইছেন? যদিও কে বা কারা পোস্টারগুলি দিয়েছে, তা এখনও পর্যন্ত জানা যায়নি। ইতিমধ্যেই বিশ্ববাংলা বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তারক্ষীদের তরফে সেই সমস্ত পোস্টার ছিঁড়ে দেওয়া হয়েছে। এ নিয়ে এখনও পর্যন্ত বিশ্ববাংলা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

হিন্দুস্থান সমাচার / সৌম্যজিৎ




 

 rajesh pande