
নয়াদিল্লি, ৪ জানুয়ারি (হি.স.): গিগ কর্মীদের সুখবর দিলেন আম আদমি পার্টির সাংসদ রাঘব চাড্ডা। তাঁর কথায়, খসড়া সামাজিক নিরাপত্তা বিধি গিগ কর্মীদের জন্য গুরুত্বপূর্ণ জয়। রবিবার এক্স মাধ্যমে রাঘব জানান, সকল গিগ কর্মী এবং ডেলিভারি পার্টনারদের অভিনন্দন। আপনাদের জন্য সুখবর। কেন্দ্রীয় সরকারের খসড়া সামাজিক নিরাপত্তা বিধি আসলে আপনাদের কাজের স্বীকৃতি, সুরক্ষা এবং মর্যাদার দিকে প্রথম পদক্ষেপ।
রাঘব চাড্ডা আরও জানান, যদিও প্ল্যাটফর্মগুলি (জোমাটো, সুইগি, ব্লিঙ্কিট, ইত্যাদি) আপনাদের কথা না শোনার সিদ্ধান্ত নিয়েছে, তবুও এই দেশের মানুষ এবং সরকার তা করেছে। এটি একটি ছোট জয়, কিন্তু একটি গুরুত্বপূর্ণ জয়।
---------------
হিন্দুস্থান সমাচার / সংবাদ